দু’দিন ধরে চলছে তারাপুর–করিমগঞ্জ রোডে উচ্ছেদ অভিযান

রূপক চক্রবর্তী, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ ডিসেম্বর : দু’দিন ধরে চলছে তারাপুর ইঅ্যান্ডডি কলোনি থেকে করিমগঞ্জ রোড সংলগ্ন এলাকায় উচ্ছেদ অভিযান। অবৈধ দখলদারদের বাড়িঘর, দোকানপাটসহ সমস্ত অনধিকার নির্মাণ ভেঙে ফেলে এলাকা দখলমুক্ত করার উদ্যোগ নেয় প্রশাসন।
বৃহস্পতিবার দ্বিতীয় দিন ম্যাজিস্ট্রেটের তত্ত্বাবধানে ঘটনাস্থলে মোতায়েন ছিল বিশাল পুলিশবাহিনী। নিরাপত্তার বেষ্টনী ঘিরে বুলডোজার চালিয়ে পুরো এলাকাকে দখলমুক্ত করা হয়।

উল্লেখ্য, বুধবার প্রথম দিনে তারাপুর ওভার ব্রিজ থেকে ইঅ্যান্ডডি কলোনি পয়েন্ট পর্যন্ত উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। আজ সেখান থেকে ২ নম্বর রেলওয়ে গেটের দিকে প্রশাসনের বুলডোজার চলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *