শিলচরে কাঠিয়া বাবাজি মহারাজের পদার্পণ ৬ থেকে ১০ জানুয়ারি

বরাক তরঙ্গ, ২ জানুয়ারি : ব্রজবিদেহী মহন্ত ও চতুঃসম্প্রদায়ের শ্রীমহন্ত শ্রীশ্রী ১০৮ স্বামী রাসবিহারী দাস কাঠিয়া বাবাজি মহারাজের শুভ পদার্পণ উপলক্ষে স্থানীয় কাঠিয়া বাবা আশ্রমে আগামী ৬ থেকে ১০ জানুয়ারি বিশেষ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই সময়কালে পরমারাধ্য গুরুদেবের অবস্থানে আশ্রমে প্রতিদিন ঠাকুরজীর যুগলবিগ্রহে পূজা, পাঠ, সৃঙ্গার আরতি প্রভৃতি অনুষ্ঠিত হবে। কাঠিয়া বাবা আশ্রমে ২০২৬ সালের ৬ জানুয়ারি মঙ্গলবার থেকে ১০ জানুয়ারি শনিবার পর্যন্ত এই শুভ উৎসব চলবে। শ্রীশ্রী গুরুদেব ইচ্ছুক ভক্তদের নামদান ও দীক্ষা প্রদান করবেন। প্রতিদিন সন্ধ্যায় আরতির পর তাঁর অমৃত বাণী, প্রবচন‌ পাঠ হবে এবং ভক্তবৃন্দের দ্বারা ভজন-কীর্তনের আয়োজন থাকবে। এই অনুষ্ঠানগুলি ভক্তদের মধ্যে বিশেষ উৎসাহ সৃষ্টি করেছে।

এছাড়া, ৭ জানুয়ারি বুধবার আশ্রম প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, যা শ্রীশ্রী গুরুমহারাজের উপস্থিতিতে অনুষ্ঠিত হবে। এই শিবিরের মাধ্যমে সমাজসেবার চেতনা জাগ্রত করার লক্ষ্য রাখা হয়েছে।শিলচর কাঠিয়া বাবা আশ্রম পরিচালনা কমিটির সহ-সভাপতি বাসুদেব ভট্টাচার্য আপামর ভক্তবৃন্দকে বিনম্র আমন্ত্রণ জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *