অকালে প্রয়াত বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী বিজু পাল, শোক

বরাক তরঙ্গ, ২৫ ডিসেম্বর : অকালে চলে গেলেন বিশিষ্ট স্বর্ণ ব্যবসায়ী তথা সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা হৃদয় এর প্রতিষ্ঠাতা সহ-সম্পাদক বিজু পাল। রবিবার রাত তিনটা ২৫ মিনিটে এক বেসরকারি হাসপাতালে চিকিৎসারত অবস্থায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৪৫ বছর। শিলচর সোনাই রোডের হৃদয় সরণীর বাসিন্দা বিজু পাল গত কিছুদিন ধরে লিভার জনিত রোগে ভুগছিলেন।

প্রয়াত বিজু পাল ব্যবসার পাশাপাশি সামাজিক কাজেও জড়িত ছিলেন। তিনি সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা হৃদয়ের দীর্ঘ দিন সহসম্পাদক পদের দায়িত্ব পালন করেন। সংস্থার হয়ে বিভিন্ন ভাবে জেলা তথা বরাকের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন। এছাড়াও স্বর্ণশিল্পী সমিতির সঙ্গেও জড়িত ছিলেন। হৃদয় সরণী শনি পূজা কমিটির সঙ্গেও ছিলেন। বিজু পাল শান্ত প্রকৃতির ব্যক্তি ছিলেন। সবাইকে নিয়ে কাজ করার ব্যক্তিত্ব ছিল তাঁর। পালের অকাল মৃত্যুতে হৃদয় এনজিও এর কর্মকর্তারা বাকরুদ্ধ হয়ে পড়েছেন।

এদিকে, স্বর্ণ ব্যবসায়ী তথা শিলংপট্টি ‘পাল জুয়েলার্স’ এর কর্ণধার বিজু পালের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে সোমবার বেলা বারোটা অবদি সমস্ত জুয়েলারি দোকান বন্ধ রেখে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করে নিখিল আসাম স্বর্ণশিল্পী সমিতি। সমিতির সভাপতি অমিত বণিক বাড়িতে গিয়ে শেষ শ্রদ্ধাও জানান। এছাড়া হৃদয় এনজিওর সম্পাদক কৃষ্ণকংস বণিক গভীর শোক প্রকাশ করে জানান বিজু পালের মৃত্যু সংস্থার অপূরণীয় ক্ষতি। তিনি সংস্থার পক্ষ থেকে পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। রবিবার হাসপাতাল থেকে বাড়ি এবং শ্মশান ঘাট পর্যন্ত সংস্থার সব কর্মকর্তারা উপস্থিত থেকে শেষকৃত্য কাজে হাত বাড়িয়ে দেন।

প্রয়াত বিজু পাল রেখে গেছেন স্ত্রী, এক মেয়ে ও বড় ভাই সহ আত্মীয়-স্বজন এবং সহকর্মীদের। তিনি স্বর্ণব্যবসায়ী প্রয়াত লক্ষণ পালের ছেলে।

এদিকে, ডিজিটাল নিউজ পোর্টাল ‘বরাক তরঙ্গ’ এর শুরু থেকেই সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিজু পাল। তিনি বরাক তরঙ্গ এর প্রথম বিজ্ঞাপনদাতা। তার অকাল মৃত্যুতে বরাক তরঙ্গ এর এডিটর আশু চৌধুরী গভীর শোক প্রকাশ করে পরিবারের প্রতি সমবেদনা জানান।

Author

Spread the News