চার্জে বিস্ফোরণ, পুড়ে ছাই ইলেকট্রিক স্কুটার

১৪ মার্চ : বর্তমানে জ্বালানি তেলের দাম এবং দূষণ যেভাবে পাল্লা দিয়ে বাড়ছে, তাতে অনেকেই ইলেকট্রিক স্কুটার বা অন্য ইলেকট্রিক যান ব্যবহারের দিকে ঝুঁকছেন। ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি বাড়িতেই চার্জ দেওয়া যায়। ইলেকট্রিক স্কুটারের মালিকরা অনেকেই চার্জ দেওয়ার জন্য বাড়ির ভিতরে নিয়ে আসেন ইলেকট্রিক স্কুটার।

মাস ছয়েক আগে একটি ইলেকট্রিক স্কুটার কিনেছিলেন কর্নাটকের মান্ড্য জেলার বাসিন্দা মুথুরাজ। প্রতিদিনের মতো সোমবার সকালেও স্কুটারটি বাড়ির ভিতরে এনে স্কুটারটি চার্জ দিচ্ছিলেন তিনি। আর সেই সময়ই ঘটল দুর্ঘটনা। প্রচণ্ড শব্দে বিস্ফোরণ, আর তারপরই আগুন ধরে গেল স্কুটারটিতে। সেই সময় এক শিশু-সহ মুথুরাজদের বাড়িতে ৫ ব্যক্তি ছিলেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন তাঁরা। কি ঠিক ঘটল?

মান্ড্য জেলার একটি স্কুটারের শোরুম থেকে প্রায় ছয় মাস আগে ৮৫,০০০ টাকা দিয়ে রুট ইলেক্ট্রিক নামে এক সংস্থার ই-স্কুটারটি কিনেছিলেন। সোমবার সকাল সাড়ে আটটার দিকে চার্জ করার জন্য বাড়ির ভিতরে নিয়ে এসেছিলেন। চার্জ দেওয়া শুরুর কয়েক মিনিটের মধ্যেই স্কুটারের ব্যাটারিটিতে বিস্ফোরণ ঘটে এবং স্কুটারটিতে আগুন ধরে যায়। বিস্ফোরণের অভিঘাতে টিভি, ফ্রিজ, খাবার টেবিল, মোবাইল ফোন-সহ ঘরের বেশ কিছু জিনিস পুড়ে গিয়েছে।

Author

Spread the News