শিলচরে পৌঁছল বিদ্যুৎচালিত রেল ইঞ্জিন

বরাক তরঙ্গ, ১২ অক্টোবর : শিলচরে পৌঁছল বিদ্যুৎচালিত রেল ইঞ্জিন। এতে শিলচরে রেলের ক্ষেত্রে উন্নয়নে আরও এক ধাপ। বৃহস্পতিবার বরাকে পরীক্ষামূলকভাবে চালানো হয় বিদ্যুৎচালিত ইঞ্জিন। পরীক্ষাও সফল বলে দাবি রেলকর্তা এবং এদিন বদরপুর-শিলচর যাতায়াতের কাণ্ডারী ইঞ্জিনের চালক (লোকো পাইলট) ও সহকারী উভয়েই। প্রথমবারের মতো এই রুটে যাতায়াতে চালক সন্তোষকুমার সিং ও সহচালক অক্ষয়কুমার গড়ে ৭০ কিলোমিটার গতি মেন্টেন করে বিস্তর খুশি।

এদিন বিকেল ৩-৫৩ মিনিটে পরীক্ষামূলকভাবে বদরপুর থেকে শিলচর ইলেক্ট্রিক ইঞ্জিন চালালো এনএফ রেলওয়ে কর্তৃপক্ষ। বদরপুর-শিলচর রুটজুড়ে এনিয়ে বিকেলে ছিল বেশ ব্যস্ততা। রেল লাইনের উভয় পাশে স্থানে-স্থানে মানুষ ভিড় পরিলক্ষিত হয়। 

বদরপুর হয়ে লামডিং-শিলচর অংশে ইলেকট্রিক ইঞ্জিন চালানোর জন্য বেশ কিছুদিন ধরে কাজ চলছে৷ বিভাগীয় সূত্রে জানা গিয়েছে, বদরপুর স্টেশন এবং কাছাকাছি এলাকায় এখনও কাজ শেষ হয়নি৷ বাকি পুরোটাতেই লাইন টানা সহ যাবতীয় কাজ শেষ৷ তাদের আশা, কিছুদিনের মধ্যে বদরপুরের কাজও শেষ হয়ে যাবে।

Author

Spread the News