স্কুলের আটটি ফ্যান চুরি, বাজারিছড়া থানায় মামলা

মোহাম্মদ জনি, করিমগঞ্জ।
বরাক তরঙ্গ, ৭ অক্টোবর : ফের বাজারিছড়া চুরিকাণ্ড সংঘটিত হল। এবার বাজারিছড়া থানা থেকে ঢিল ছোঁড়া দূরত্বে থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান স্বামী বিবেকানন্দ লিটিল ফ্লাওয়ার স্কুলে চোরের দল হানা দিয়ে স্কুলের শ্রেণি কক্ষের ৮টি ফ্যান চুরি করে নিয়ে যায়। এমন চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে রবিবার রাতে। পরে বিষয়টি প্রকাশ্যে আসে সোমবার সকালে। অন্যান্য দিনের ন্যায় এদিনও যথারীতি স্কুলের শিক্ষক শিক্ষিকা বিদ্যালয়ে উপস্থিত হওয়ার পর যখন শ্রেণি কক্ষের দরজা খোলা হয় তখন তাঁদের নজরে পড়ে কক্ষের বেশ কটি ফ্যান নেই। এতে বুঝতে অসুবিধা হয়নি রাতে স্কুলে চুরিকাণ্ড সংঘটিত হয়েছে। পরে এ বিষয়ে বাজারিছড়া থানায় চুরি সংক্রান্ত অভিযোগ দায়ের করে স্কুল কর্তৃপক্ষ।
এদিকে, এই স্কুলে এবার নিয়ে মোট পাঁচ বার চুরির ঘটনা ঘটেছে বলে জানান অধ্যক্ষ শান্তা কর পুরকায়স্থ। তিনি বলেন, প্রত্যন্ত এলাকার এই শিক্ষাকেন্দ্রটি তিল তিল করে পড়ুয়াদের টাকা দিয়ে গড়া হচ্ছে। কচিকাঁচা ছাত্রছাত্রীদের তপ্ত গরমে কিছুটা স্বস্তি দেওয়ার উদ্দেশে কিছুদিন আগে এই ফ্যানগুলো লাগানো হয়। এরইমধ্যে চোরেরা এগুলো নিয়ে যায় বলে চরম হতাশা ব্যক্ত করেছেন। এ ঘটনার কিনারা বের করে এতে জড়িতদের উপযুক্ত শাস্তি প্ৰদানের দাবি করেন।
