কার্যকর ভারতীয় ন্যায় সংহিতা, ধলাই থানায় সচেতনতা সভা

রাজীব মজুমদার, ধলাই।
বরাক তরঙ্গ, ১ জুলাই : ব্রিটিশ জমানার ভারতীয় দণ্ডবিধি-সহ তিনটি আইন এখন অতীত। ১ জুলাই, সোমবার থেকে দেশজুড়ে কার্যকর নয়া তিনটি আইন ভারতীয় ন্যায় সংহিতা, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা, ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম। দেশে অপরাধ দমনে ঔপনিবেশিক আইন বদলে নতুন আইন কার্যকরের এই যাত্রা বহু আগেই শুরু করেছিল মোদি সরকার। গত বছরের বাদল অধিবেশনে ভারতীয় দণ্ডবিধির (IPC) বদলে ভারতীয় ন্যায় সংহিতা, (CrPC) পরিবর্তে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা এবং IEC এর জায়গায় ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম এই তিন বিকল্প আইনে প্রস্তাব পেশ হয় সংসদে। পরবর্তী শীতকালীন অধিবেশনে বিরোধীদের আপত্তি উড়িয়ে নয়া তিন আইন পাশ হয় সংসদে। ১ জুলাই থেকে নয়া নিয়ম কার্যকর হবে বলে ঘোষণা করে কেন্দ্রীয় সরকার। পূর্ব ঘোষণা মতোই ১ জুলাই থেকে তা কার্যকর হয়ে গেল।

ইতিমধ্যে সেই নয়া আইন সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে, সাধারণ মানুষকে সচেতন করতে দেশের সব কয়টি পুলিশ স্টেশনে করা হচ্ছে সচেতনতা সভা। ১ জুলাই আইন লাগুর দিনে ধলাই থানায় এলাকার বিশিষ্ট নাগরিক, বুদ্ধিজীবী মহল, শিক্ষাবিদ ও সচেতন নাগরিকদের নিয়ে নয়া আইনের বিষয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। নাগরিক কমিটির সভাপতি সিতাংশু দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় নয়া আইনের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন। ধলাই থানার অফিসার ইনচার্জ মনোজ বরুয়া। আইনকে স্বাগত জানিয়ে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ তথা সোনাই মাধবচন্দ্র দাস কলেজের প্রাক্তন অধ্যক্ষ সাবির আহমেদ চৌধুরী, ধলাই বিএনএমপি স্কুলের অধ্যক্ষ পিনাক চক্রবর্তী, সহকারী শিক্ষক খাইরুল হক লস্কর, আরসিবিপি উচ্চ মাধ্যমিক স্কুলের প্রাক্তন অধ্যক্ষ অনন্ত লাল ত্রিবেদী, আইডেল ইংলিশ স্কুলের অধ্যক্ষ মাখন সিং প্রমুখ।

Author

Spread the News