আসাম বিশ্ববিদ্যালয়ে বৈদ্যুতিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সূচনা, যাত্রা শুরু ই-ওয়েস্ট যানের

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : আসাম বিশ্ববিদ্যালয়ে এ বার বৈদ্যুতিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমের সূচনা হল। সেইসঙ্গে পরিবেশগত স্থায়িত্বের লক্ষ্যে ই–ওয়েস্ট ব্যবস্থাপনা সংস্থা ‘বিনব্যাগ’-এর সঙ্গে এক সমঝোতা চুক্তিও স্বাক্ষর করল বিশ্ববিদ্যালয়। এই চুক্তির ফলে বিশ্ববিদ্যালয় ও তার আশপাশের এলাকায় উৎপন্ন  বৈদ্যুতিন বর্জ্য বৈজ্ঞানিক উপায়ে সংগ্রহ ও পরিবেশবান্ধব রিসাইক্লিংয়ের এক দৃঢ় কাঠামো গড়ে উঠবে।

সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স বিভাগে উপাচার্য অধ্যাপক রাজীব মোহন  পন্থ ও আসাম পরিবেশ নিয়ন্ত্রণ পর্ষদের চেয়ারম্যান প্রদীপ কুমার মিশ্রের উপস্থিতিতে আয়োজিত এক অনুষ্ঠানে চুক্তিপত্রে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত নিবন্ধক ড. অংশুমান সেন ও বিনব্যগের প্রতিষ্ঠাতা ডিরেক্টর অচিত্র বরগোঁহাই। অনুষ্ঠানের পর উপাচার্য ও পর্ষদের ডিরেক্টর সবুজ পতাকা দেখিয়ে  ই–ওয়েস্ট সংগ্রহকারী যানের যাত্রার সূচনা করেন। প্রথম যাত্রায় এই গাড়িতে ছিল তিন দশকের পরিত্যক্ত কম্পিউটার, প্রিন্টার সহ অন্যান্য যন্ত্রপাতি।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে উপাচার্য অধ্যাপক পন্থ বলেন, ‘প্রযুক্তিনির্ভর যুগে ই–ওয়েস্ট একটি বড় সংকট হয়ে দাঁড়িয়েছে। জ্ঞানচর্চার কেন্দ্র হিসেবে দায়িত্ব পালনে আমাদের পিছিয়ে থাকা চলবে না। এই চুক্তি শুধু একটি আনুষ্ঠানিক দলিল নয়—এটি পরিবেশ–সুরক্ষার প্রতি বিশ্ববিদ্যালয়ের দৃঢ় অঙ্গীকার।’

কম্পিউটার সায়েন্স বিভাগের প্রধান অধ্যাপক প্রদীপ্ত দাস বলেন, কম্পিউটার বিজ্ঞানী হিসেবে আমরা যেমন প্রযুক্তি সৃষ্টি করি, তেমনি ইলেকট্রনিক যন্ত্রপাতির প্রধান ব্যবহারকারীও। তাই এই যন্ত্রগুলোর শেষ ধাপ দায়িত্ব নিয়ে পরিচালনা করাও আমাদের কর্তব্য। পাশাপাশি এই উদ্যোগ শিক্ষার্থীদের জন্য টেকসই প্রযুক্তি চর্চার বাস্তব অভিজ্ঞতা হিসেবে কাজ করবে বলেও আশাপ্রকাশ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *