২৪ জানুয়ারি : রাজধানী দিল্লিতে ফের নাবালিকার উপর নৃশংস অত্যাচারের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ট্রাফিক সিগন্যালে গোলাপ ফুল বিক্রি করা ১১ বছরের এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে এক ই-রিকশাচালকের বিরুদ্ধে। ঘটনার পর জ্ঞান হারিয়ে ফেলে নাবালিকা। তখন তাকে সেই অবস্থাতেই জঙ্গল এলাকায় ফেলে রেখে পালিয়ে যায় অভিযুক্ত। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে গত ১১ জানুয়ারি প্রসাদ নগর এলাকায়। প্রতিদিনের মতো সেদিনও ট্রাফিক সিগন্যালে দাঁড়িয়ে ফুল বিক্রি করছিল ওই কিশোরী। অভিযোগ, সেই সময় একটি ই-রিকশা সেখানে দাঁড়ায়। ই-রিকশার চালক কিশোরীকে রিক্সায় বসতে বলে। সে নাবালিকাকে বলে, তাকে সে এমন জায়গায় নিয়ে যাবে যেখানে সব ফুল বিক্রি হয়ে যাবে। তার কথায় বিশ্বাস করে রিক্সায় উঠে পড়ে কিশোরী।
এফআইআরে উল্লেখ রয়েছে, অভিযুক্ত কিশোরীকে একটি নির্জন জঙ্গল এলাকায় নিয়ে গিয়ে ধর্ষণ করে ওই চালক। শারীরিক নির্যাতনের জেরে কিশোরী জ্ঞান হারিয়ে ফেললে অভিযুক্ত তাকে মৃত ভেবে সেখানে ফেলে রেখে পালিয়ে যায়। কিছুক্ষণ পর জ্ঞান ফেরে কিশোরীর। এরপর কোনওমতে সে বাড়ি ফেরে এবং পরিবারের কাছে ঘটনাটি জানায়। পরিবারের সদস্যরা তাকে হাসপাতালে ভর্তি করে এবং থানায় লিখিত অভিযোগও দায়ের করে।




