তল্লাশিতে উদ্ধার বস্তা বস্তা নকল, দ্বিতীয় দিন শান্তিপূর্ণ পরীক্ষা গণিরগ্রামে

বরাক তরঙ্গ, ৬ মার্চ : নকল সরবরাহের দায়ে গণিরগ্রাম জের আর হায়ার সেকেন্ডারি স্কুল উঠে আসে সংবাদ শিরোনামে। নকল সরবরাহ করতে গিয়ে মোট ছয় যুবককে পাকড়াও করা হয় মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে। সোমবার এর কোন প্রভাব পড়েনি একাংশ পরীক্ষার্থীর মধ্যে। এ দিন সকালে পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার হল বস্তা বস্তা হাতে লেখা নকল, বই ইত্যাদি। নকল সরবরাহ করার ঘটনাকে কেন্দ্র করে রাজ্যজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা গণিরগ্রাম পরীক্ষা কেন্দ্রে দেখা গেল এমন দৃশ্য। পরীক্ষার দ্বিতীয় দিনে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের মুখে চলছিল তল্লাশি। আর এই তল্লাশির সময় একাংশ পরীক্ষার্থীর কাছ থেকে বই, হাতে লেখা টুকলি ইত্যাদি উদ্ধার হয়।

তল্লাশিতে উদ্ধার বস্তা বস্তা নকল, দ্বিতীয় দিন শান্তিপূর্ণ পরীক্ষা গণিরগ্রামে

পরীক্ষার্থীদের কাছ থেকে উদ্ধার হওয়া নকলে এক সময় ভরে যায় বস্তা। প্রথম দিন কেন্দ্রের দুর্নাম রটিয়ে যাওয়ায় দ্বিতীয় দিন কঠোর হন পুলিশ প্রশাসন থেকে স্কুল কর্তৃপক্ষ। পরীক্ষা শুরু হওয়ার আগেই কেন্দ্রের বাইরে গড়ে তোলা হয় কঠোর নিরাপত্তা ব্যবস্থা। দলবল নিয়ে হাজির ওসি নবকুমার শইকিয়া। ফলে মাধ্যমিকের দ্বিতীয় দিন সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়।
প্রতিবেদক : অনিতা পাল, কাটিগড়া।

Author

Spread the News