কেবিনেটের সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়ায় সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির বিক্ষোভ

বরাক তরঙ্গ, ৬ মার্চ : শিলচরের সিভিল হাসপাতালকে ১৪৬ কোটি টাকা খরচ করে আধুনিকীকরণ করার গত নভেম্বরে অনুষ্ঠিত কেবিনেট বৈঠকে নেওয়া সিদ্ধান্তের কোনও কার্যকারিতা এখন পর্যন্ত পরিলক্ষিত না হওয়াতে সোমবার শিলচর সিভিল হাসপাতাল আধুনিকীকরণ দাবি কমিটির পক্ষ জেলরোধস্থিত স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালকের কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হয়।

বিক্ষোভ চলাকালে সেখানে বক্তব্য রাখেন সংগঠনের অন্যতম আহ্বায়ক সুরজিত সোম, কার্যকরী কমিটির অন্যতম সদস্য শিপ্রা চক্রবর্তী, খাদেজা বেগম লস্কর প্রমুখ। তারা বলেন শিলচরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই হাসপাতালের আধুনিকীকরণ অত্যন্ত জরুরি অথচ বারবার প্রতিশ্রুতি দিয়েও তা করা হচ্ছে না। গত মাসের ১৪ তারিখ জেলাশাসক ঘোষণা করেছিলেন যে ১৫ দিনের মধ্যে সেখানে আইসিইউ চালু করা হবে কিন্তু তা এখনও হয়নি। এছাড়াও ব্লাড কম্পনেন্ট সেপারেশন মেশিন সিভিল হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে বহু দিন আগেই স্থাপনের কথা থাকলেও তা এখনও হয়নি।

এছাড়াও পরিকাঠামোগত বহু সমস্যায় জর্জরিত রয়েছে শিলচর সিভিল হাসপাতাল। কিন্তু হাসপাতালের উন্নয়নে নেতাদের প্রতিশ্রুতি ছাড়া কিছুই মিলছে না। সংগঠনের পক্ষ থেকে বিক্ষোভ চলাকালে সেখানে উপস্থিত ছিলেন মুখ্য আহ্বায়ক কমল চক্রবর্তী, অন্যতম আহ্বায়ক হানিফ আহমেদ বড়ভূইয়া, হিল্লোল ভট্টাচার্য প্রমুখ। তারা জানান ১৪৬ কোটি টাকার কাজ শুরু না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।

Author

Spread the News