বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : মাদক পাচারের বিরুদ্ধে বড়সড় সাফল্য পেল আসাম রাইফেলস। চাম্পাই জেলার ন্গুর গ্রামে আসাম রাইফেলসের একটি বিশেষ অভিযানে এএস ১১ ইসি ৯৫৪০ নম্বরের একটি বোলেরো পিকআপ গাড়ি থেকে বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক মেথামফেটামিন উদ্ধার করা হয়েছে। গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আসাম রাইফেলসের জওয়ানরা ন্গুর গ্রামে অভিযান চালায়। অভিযানের সময় সন্দেহজনক একটি বোলেরো পিকআপ গাড়ি তল্লাশি করে গাড়ির ভেতরে বিশেষভাবে লুকিয়ে রাখা ৯.৩৯১ কেজি মেথামফেটামিন উদ্ধার করা হয়। দু’জনকে আটক করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৮.১৭ লক্ষ টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
আসাম রাইফেলস জানিয়েছে, সীমান্তবর্তী এলাকা দিয়ে মাদক পাচারের একটি চক্র সক্রিয় রয়েছে এবং এই অভিযান সেই চক্রের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উদ্ধার হওয়া মাদক ও পিকআপ গাড়িটি পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য সংশ্লিষ্ট দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত চলছে এবং এই পাচারচক্রের সঙ্গে জড়িত অন্যান্য ব্যক্তিদের শনাক্ত করতে তৎপরতা জোরদার করা হয়েছে।



