১০ লক্ষেরও বেশি টাকা মূল্যের মদ চুরি, পাকড়াও চালক

১০ লক্ষেরও বেশি টাকা মূল্যের মদ চুরি, পাকড়াও চালক

বরাক তরঙ্গ, ১১ সেপ্টেম্বর : ১০ লক্ষেরও বেশি টাকা মূল্যের মদ চুরি করে বিক্রির ঘটনায় পুলিশ পাকড়াও করল লরিচালককে। স্বপন বাউরি নামে যে লরিচালককে আটক করা হয়েছে তার বাড়ি উধারবন্দ থানা এলাকার টিকলে। তবে কাজের সূত্রে কিছুদিন ধরে তিনি রয়েছেন শিলচর আশ্রম রোড এলাকায় ভাড়াঘরে। জানা গেছে, সোমবার বিকেল সাড়ে ৩টা নাগাদ শিলচর চিরুকান্দি এলাকার এক বন্ড থেকে ১০ লক্ষেরও বেশি টাকা মূল্যের বিয়ার এবং বিভিন্ন ব্র্যান্ডের মদ লোড করা হয় স্বপনের লরিতে। কথা ছিল এসব কালাইনের এক মদের দোকানে পৌঁছে দেওয়ার। কিন্তু রাত ৯টা পর্যন্ত স্বপন গাড়ি নিয়ে কালাইনে না পৌঁছায় সন্দেহ হয়। তখন বন্ড কর্তৃপক্ষ তাকে ফোন করে দেখেন মোবাইলের সুইচ অফ। এই অবস্থায় রিপোর্ট করা হয় পুলিশকে।

তদন্ত চালিয়ে পুলিশ মঙ্গলবার সকালে আশ্রম রোড এলাকার ভাড়া ঘর থেকে স্বপনকে পাকড়াও করে। পুলিশের এক সূত্র জানান, প্রথমত স্বপন উল্টোপাল্টা কথা বলে বিভ্রান্ত করার চেষ্টা চালালেও শেষ পর্যন্ত জিজ্ঞাসাবাদের চাপে স্বীকার করেন যে মদ বিক্রি করে দিয়েছেন অন্যত্র। তার বক্তব্য অনুযায়ী বন্ড থেকে মদ লোড করার পর অন্য কয়েকজনের সঙ্গে মিলে লরি নিয়ে যাওয়া হয় উধারবন্দের কাশিপুর সংলগ্ন বাদ্রিবস্তির এক মাঠে। ওই মাঠে মদ আনলোড করার পর অন্য একটি গাড়িতে উঠিয়ে অন্যত্র নিয়ে যাওয়া হয়। এর বিনিময়ে তাকে দেওয়া হয় দেড় লক্ষ টাকা। স্বপনের এই স্বীকারোক্তির পর এদিনই পুলিশ তাকে নিয়ে বাদ্রিবস্তির ওই মাঠে যায়। তবে সেখানে অবশ্য মদের কয়েকটি খালি কার্টন ছাড়া আর কিছু পাওয়া যায়নি। পুলিশ ওই এলাকার দুজন লোককে এ নিয়ে জিজ্ঞাসাবাদ চালায়। পরবর্তীতে অবশ্য তাদের যেতে দেওয়া হয়।

১০ লক্ষেরও বেশি টাকা মূল্যের মদ চুরি, পাকড়াও চালক

তদন্তের স্বার্থে পুলিশ এই মুহূর্তে বিশেষ কিছু বলতে রাজি না হলেও, এক বিশেষ সূত্রের খবর অনুযায়ী এই ঘটনায় জড়িত রয়েছে কমপক্ষে আরও ৪-৫ জন লোক। বর্তমানে এদের খোজ চলছে।

Author

Spread the News