অসমিয়া-বাঙালি সম্পর্ক স্থাপনে সর্বধর্ম সমন্বয় সভা গুরুত্বপূর্ণ : ড. হিরেণ গোঁহাই

বরাক তরঙ্গ, ২৩ ফেব্রুয়ারি : অসমিয়া ও বাঙালি জাতির মধ্যে উন্নতমানের সম্পর্ক স্থাপন করতে হলে সর্বধর্ম সমন্বয় সভার হস্তক্ষেপ গুরুত্বপূর্ণ হবে বলে মত ব্যক্ত করেন প্রখ্যাত সাহিত্যিক ও বুদ্ধিজীবী ড. হিরেণ গোঁহাই। বরাক উপত্যকা সর্বধর্ম সমন্বয় সভার কর্মকর্তারা গুয়াহাটি মহানগরীতে কর্মসূচির ফাঁকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে হিরেণ গোঁহাইর মতামত নিতে গেলে এই মন্তব্য করেন তিনি। হিরেণ গোঁহাই বলেন, প্রকৃত অসমিয়া বা বাঙালিরা হিংসাত্মক কর্মকাণ্ডে জড়ায় না। রাজনৈতিক স্বার্থান্বেষী তৃতীয় পক্ষ উগ্র সুড়সুড়ি দিয়ে উভয় জাতির মধ্যে হিংসা ছড়ায়। দুর্গোৎসবের ব্যানার ছেড়া কাণ্ডেও জড়িত থাকে তারা। সমাজহিতৈষী সচেতন নাগরিকরা এই চক্রান্তকে প্রতিহত করতে হবে এবং উভয় জাতির মধ্যে সম্পর্ক স্থাপনে জোর দিতে হবে বলেন ড. হিরেণ গোঁহাই।

অসমিয়া-বাঙালি সম্পর্ক স্থাপনে সর্বধর্ম সমন্বয় সভা গুরুত্বপূর্ণ : ড. হিরেণ গোঁহাই

এদিকে, সর্বধর্ম সমন্বয় সভার কর্মকর্তারা গুয়াহাটি খানাপাড়া নিকটবর্তী ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি মেঘালয় (ইউএসটিএম) পরিদর্শন করেন। ইউনিভার্সিটির আচার্য ড. মহবুবুল হকের সঙ্গেও মতবিনিময় করেন সংস্থার কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এইচ এম আমির হোসেন, সমাজকর্মী আবুল কালাম বাহার, খাজির উদ্দিন, আফতার হোসেন মামুন প্রমুখ। প্রতিনিধি দলকে আপ্যায়ন করা হয় ইউনিভার্সিটির পক্ষ থেকে।

অসমিয়া-বাঙালি সম্পর্ক স্থাপনে সর্বধর্ম সমন্বয় সভা গুরুত্বপূর্ণ : ড. হিরেণ গোঁহাই

Author

Spread the News