এনইসি-তে ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্যের পর্যালোচনা বৈঠক, এনইরেস অ্যাপের সূচনা
পিএনসি, শিলং।
বরাক তরঙ্গ, ১৩ জুলাই : কেন্দ্রীয় যোগাযোগ এবং উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রী (ডোনার) জ্যোতিরাদিত্য এম. সিন্ধিয়া দু’দিনের মেঘালয় সফরে এসে এই অঞ্চলের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও উদ্যোগের অগ্রগতি নিয়ে শুক্রবার এক বৈঠক করেন। বৈঠকে মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা, উত্তর-পূর্বাঞ্চল উন্নয়ন মন্ত্রকের সচিব চঞ্চল কুমার, উত্তরপূর্বাঞ্চল মন্ত্ৰকের যুগু সচিব অংশুমান দে এবং রাজ্য সচিব ডিপি ওয়ালাং উপস্থিত ছিলেন।
মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উন্নয়ন ও অগ্রগতির অভিন্ন লক্ষ্যের কথা পুনর্ব্যক্ত করে বলেন, উন্নত ভারত মানে উন্নত উত্তরপূর্বাঞ্চল। বিভিন্ন প্রকল্পের কাজ শেষ করার পাশাপাশি তিনি উন্নয়নের সামাজিক প্রভাব এবং উন্নয়ন প্রচেষ্টার ফলাফলের দিকে নজর দেবার উপর জোর দেন।
মন্ত্রী শিলং-এ উত্তরপূর্বাঞ্চল পর্ষদের সচিবালয় পরিদর্শনের সময় বৃক্ষরোপণ করেন। উত্তরপূর্বাঞ্চল পর্ষদের অর্থায়নে চাষবাস ও কৃষি প্রকল্প থেকে উপকৃত হওয়া স্থানীয় কৃষকদের সঙ্গেও মতবিনিময় করেন।
মন্ত্রী শ্রী সিন্ধিয়া কৃষক ও বিক্রেতাদেরকে একটি সমন্বিত ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত করার লক্ষ্য নিয়ে এনই-রেস (NERACE) অ্যাপ-এর সূচনা করেন। উত্তরপূর্বাঞ্চলে কৃষির সংযুক্তি বৃদ্ধির দিক দিয়ে এই উদ্যোগটি এক বিশেষ পদক্ষেপ। এই উদ্ভাবনী ওয়েব পোর্টাল এবং মোবাইল অ্যাপটি আগামী ৫ বছরে ৫০,০০০ কৃষক এবং ৫,০০০ ক্রেতাকে একত্র করবে।
অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে কেন্দ্রীয় উত্তরপূর্বাঞ্চল উন্নয়ন এবং যোগাযোগ মন্ত্রী বলেন, “বর্তমান সময়টি উত্তরপূর্বাঞ্চলের জনগণ, আমাদের কৃষক বন্ধু এবং উদ্যোক্তাদের জন্য উৎসর্গীকৃত
‘নর্থ ইস্টার্ন রিজিওন অ্যাগ্রি-কমোডিটি ই-কানেক্ট’ অর্থাৎ ‘এনইরেস’ হচ্ছে একটি রূপান্তরকারী ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপ। যে ওয়েব পোর্টাল ও মোবাইল অ্যাপকে উত্তরপূর্বাঞ্চলের কৃষকদেরকে বিশ্বের বাজারের সঙ্গে সংযুক্ত করার উদ্দ্যেশ্য নিয়ে তৈরী করা হয়েছে। ডোনার মন্ত্রকের এই উদ্যোগটি এমন এক মঞ্চ প্রদান করে, যা কৃষকদের ক্ষমতায়নে আমাদের প্রতিশ্রুতিকেই প্রদর্শন করে, যেখানে তাঁরা তাঁদের পণ্যগুলি রিয়েল টাইমে এবং প্রি-বুকিংয়ের ভিত্তিতে বাজারজাত করতে এবং দাম নিয়ে আলোচনা করতে সক্ষম হবেন।”