দিল্লি বিস্ফোরণ মামলায় বড়সড় প্রকাশ: বিস্ফোরিত গাড়িতে সন্ত্রাসী উমর উপস্থিত ছিলেন, ডিএনএ পরীক্ষা নিশ্চিত করেছে

১৩ নভেম্বর : গত ১০ নভেম্বর দিল্লির লাল কেল্লার কাছে হওয়া ভয়াবহ গাড়ি বিস্ফোরণ কাণ্ডে এক অত্যন্ত বড়সড় এবং চাঞ্চল্যকর তথ্য সামনে এল। তদন্তকারী সংস্থাগুলি নিশ্চিত করেছে যে, বিস্ফোরণস্থল থেকে উদ্ধার হওয়া হুন্ডাই আই২০ (Hyundai i20) গাড়ির মধ্যে যে ব্যক্তি উপস্থিত ছিলেন, তিনি আর কেউ নন- তিনি হলেন জঙ্গি ডক্টর উমর নবি ওরফে উমর মহম্মদ।

ফরেনসিক ল্যাবরেটরি থেকে আসা ডিএনএ (DNA) পরীক্ষার রিপোর্ট অনুযায়ী, গাড়িটির ধ্বংসাবশেষ থেকে পাওয়া মৃতদেহের কিছু অংশ যেমন- পুড়ে যাওয়া হাড়, দাঁত ও কাপড়ের সঙ্গে উমরের পরিবারের সদস্যদের নমুনার ১০০ শতাংশ মিল পাওয়া গেছে। এই বিস্ফোরণে ১২ জন প্রাণ হারান এবং ২০ জনেরও বেশি আহত হন। এর ফলে এটি এখন পুরোপুরি স্পষ্ট যে, ডক্টর উমর নিজেই এই ‘ফিদায়েঁ’ (Fidayeen) হামলাটি চালিয়েছিলেন।

দিল্লি পুলিশের স্পেশাল সেল এবং এনআইএ (NIA)-এর তদন্তকারীরা প্রথম থেকেই সন্দেহ করছিলেন যে হামলাকারী ডক্টর উমরই ছিলেন। তিনি ফরিদাবাদের আল ফালা ইউনিভার্সিটির একটি ‘হোয়াইট কলার টেরর মডিউল’-এর সঙ্গে যুক্ত ছিলেন। এই মডিউলটি কথিতভাবে জইশ-এ-মহম্মদ (JeM) এবং আনসার গজওয়াত-উল-হিন্দ (AGuH)-এর মতো জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত।

পুলিশের তদন্তে জানা যায়, বিস্ফোরণের প্রায় ১১ দিন আগে উমর ফরিদাবাদ থেকে ওই সাদা হুন্ডাই আই২০ গাড়িটি কিনেছিলেন। সেটিতে অ্যামোনিয়াম নাইট্রেট, ডেটোনেটর এবং আরডিএক্স (RDX)-এর মতো মারাত্মক বিস্ফোরক বোঝাই করা হয়েছিল। পুলিশি চাপ বাড়তে থাকায় এবং সঙ্গীদের গ্রেফতারির আশঙ্কায় উমর গাড়িসুদ্ধ নিজেকে উড়িয়ে দেন বলে মনে করা হচ্ছে।

পুলওয়ামার সাম্বুরা এলাকায় অবস্থিত উমরের বাড়ি থেকে তাঁর মা ও ভাইয়ের ডিএনএ নমুনা সংগ্রহ করেছিল পুলিশ। দিল্লিতে বিস্ফোরণস্থলের ধ্বংসাবশেষ থেকে পাওয়া মৃতদেহের অংশের সঙ্গে তা মিলিয়ে দেখা হলে ১০০ শতাংশ মিল পাওয়া যায়। কর্তৃপক্ষ জানিয়েছে, গাড়িটি যিনি চালাচ্ছিলেন, তিনি যে ডক্টর উমরই ছিলেন- এই বিষয়ে আর কোনও সন্দেহ নেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *