দিব্যাঙ্গরা বাড়িতে বসেই ভোটদান, প্রস্তুতি হাইলাকান্দিতেও

বরাক তরঙ্গ, ১২ এপ্রিল : ভারতীয় গণতন্ত্রকে শক্তিশালী করতে হলে ভোটদান পর্বে সব ভোটদাতাকে এগিয়ে আসা উচিৎ। তাই বিশেষ ভাবে সক্ষম কাঞ্চন ঘোষ এবার বাড়িতে বসেই ভোটদান করবেন।তিনি সবাইকে ভোটদান করে দেশের গণতন্ত্রকে আরও শক্তিশালী করে তুলতে আহ্বান জানান। আগামী ২৬ এপ্রিল লোকসভা নির্বাচন। করিমগঞ্জ সংসদীয় আসনের অন্তর্গত হাইলাকান্দি জেলায় চারলক্ষাধিক ভোটদাতা রয়েছেন। এরমধ্যে প্রায় পাঁচহাজার দিব্যাঙ্গ ভোটার রয়েছেন। ঠিক একই ভাবে হাইলাকান্দি জেলার লালামুখ চা বাগান এলাকার বাসিন্দা যুবক কাঞ্চন ঘোষ বিশেষ ভাবে সক্ষম। চলাফেরা করতে তার সম্বল হুইলচেয়ার।

সে নিজের বাড়িতে কম্পিউটারে কাজ করে। তারমত দিব্যাঙ্গদের সে ইউডিআইডি কার্ড সহ বিভিন্ন ভাবে সাহায্য করে যাচ্ছে। আর আসন্ন লোকসভা নির্বাচনে সে বাড়িতে বসেই ভোটদানে সুযোগ পাচ্ছে যেনে ভীষন খুশি। সম্প্রতি লালামুখ চা বাগান এলাকায় জেলা নির্বাচনী বিভাগের প্রচার বিভাগের প্রতিনিধিরা যখন গ্রামে সচেতনা অভিযান চালানোর সময় কাঞ্চনের বাড়িতে যান। তখন সে জানায় একজন দিব্যাঙ্গ হলেও গণতান্ত্রিক এই কর্মযোগ্যে সে একজন ভোটদাতা হিসেবে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চায়। কিন্ত ভোট কেন্দ্রে গিয়ে ভোটদান করা তারপক্ষে সম্ভব নয়। কিন্তু এবার নিজের বাড়িতে বসেই সে ভোটদানের সুযোগ পাচ্ছে। কারন নির্বাচন কমিশন ৪০ শতাংশ পর্যন্ত শারীরিক প্রতিবন্ধী তথা দিব্যাঙ্গদের জন্য বাড়িতে বসিয়েই ভোটদানের সুযোগ প্রদান করেছে। 

একই ভাবে ৮৫ বছর বয়সের উপরের ব্যক্তিবর্গরা ও একই সুযোগ পাচ্ছেন। অবশ্য এজন্য বিএলওকে আগাম জানাতে হবে। আর সেই কাজে হাইলাকান্দি জেলা প্রশাসনের পক্ষ থেকে যাবতীয় প্রস্তুতি জোর কদমে চলছে। ইতিমধ্যে এসভিইইপি সেলের পক্ষ থেকে বিভিন্ন বাড়িতে গিয়ে সচেতন করার কাজও জোর গতিতে চলছে।

Author

Spread the News