অসমের ১০টি জেলায় দুর্যোগ মোকাবিলার জেলাভিত্তিক কর্মশালা শুরু, রাত্রিকালীন অভিযানের উদ্যোগ প্রথমবার

বরাক তরঙ্গ, ১৬ ডিসেম্বর : রাজ্যের দুর্যোগপ্রবণ এলাকায় প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। অসমের দশটি জেলায় জেলাভিত্তিক প্রাকৃতিক দুর্যোগ প্রতিক্রিয়া কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন সোমবার কাছাড়ের লক্ষীপুর পুরসভা সমজেলার পয়লাপুলে অবস্থিত পিএম শ্রী জওহর নবোদয় বিদ্যালয় ক্যাম্পাসে সম্পন্ন হয়েছে। রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এবং জিলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে আয়োজিত এই তিন দিনের কর্মশালায় সরকারি বিভাগগুলোর মধ্যে সমন্বিত যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে আকস্মিক দুর্যোগ মোকাবিলার কৌশল শেখানো হবে। সার্কল অফিসার রিতুপর্ণা ভদ্রার হাতে উদ্বোধিত এই কর্মশালায় লক্ষীপুর সমজেলার বিভিন্ন সরকারি বিভাগের অধিকারীরা অংশ নিচ্ছেন। বিশেষ করে, রাত্রিকালীন দুর্যোগের মোকাবিলায় সচেতনতা অভিযান চালানো হবে, যা রাজ্যে প্রথমবারের মতো রাত্রিকালে অনুষ্ঠিত হবে। এতে রাতের অন্ধকারে দুর্যোগ থেকে রক্ষা পাওয়ার পদ্ধতি এবং সমন্বিত উদ্ধার অভিযানের অনুশীলন অন্তর্ভুক্ত রয়েছে। কর্মশালার সময়সূচি অনুযায়ী, প্রথম দিন ১৫ ডিসেম্বর, দ্বিতীয় দিন ১৬ ডিসেম্বর এবং চূড়ান্ত দিন ১৮ ডিসেম্বর রাত্রিকালীন অংশ অনুষ্ঠিত হবে।উদ্বোধনী সেশনে ১৪৭ নম্বর ব্যাটালিয়ন সিআরপিএফ কাশীপুরের কমান্ড্যান্ট ব্রুনো আলবার্ট উপস্থিত ছিলেন।

এছাড়া লক্ষীপুর পুরসভার সভাপতি মৃণাল কান্তি দাস, জেলার সহায়ক কমিশনার চন্দন কলিতা, অগ্নি নির্বাহক বিভাগের দায়িত্বাধীন লালচিং তিমুঙ্গ এবং পয়লাপুল জওহর নবোদয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বাস কুমার রাণা সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।অসমের বন্যা, ভূমিকম্প ও বজ্রপাতের মতো ঘন ঘন দুর্যোগের কারণে এমন কর্মশালা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় অধিকারীরা জানান, এতে অংশগ্রহণকারীদের মাধ্যমে গ্রামীণ পর্যায়ে সচেতনতা ছড়িয়ে দেওয়া হবে, যাতে সাধারণ মানুষও দুর্যোগ প্রস্তুতি নিতে পারে। এই উদ্যোগ দুর্যোগপ্রবণ কাছাড় অঞ্চলে নতুন আশার আলো জ্বালাবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *