খেল মহারণ : খো খো ইভেন্টে জেলার সেরা শিলচর এলএসি

বরাক তরঙ্গ, ৮ জানুয়ারি : অনূর্ধ্ব-১৯ পুরুষ খো খো -তে  জেলার মধ্যে সেরা হল শিলচর বিধানসভা ভিত্তিক দল। সোমবার জেলা পর্যায়ের খেলায় চ্যাম্পিয়ন হয় শিলচর । তারা সহজে হারায় লক্ষীপুর এলএসি-কে। প্রতিযোগিতার প্রথম‌ দুটি সেমিফাইনালে মুখোমুখি হয় লক্ষীপুর ও বড়খলা।  অপর সেমিতে সরাসরি সেমির টিকিট নিয়ে শিলচরের মুখোমুখি হয় কাটিগড়া দল। এরমধ্যে প্রথম ম্যাচে জেতার জন্য লড়াই প্রদর্শন করে বড়খলা ও লক্ষীপুর বিধানসভার দল। শেষে ফাইনালে উঠতে সক্ষম হয় লক্ষীপুর। ২২-২১ পয়েন্টে। দ্বিতীয় সেমিতে একপেশে খেলে জিত হাসিল করে শিলচর। তবে ফাইনালে যে শক্তি প্রর্দশন করে সে ধারা বজায় রাখতে ব্যর্থ হয় লক্ষীপুর। শিলচর অনেকটা সহজে চ্যাম্পিয়নের খেতাব দখল করে। ১৮- ৫ পয়েন্ট ও এক ইনিংসে ম্যাচ জিতে তারা।

খেল মহারণ : খো খো ইভেন্টে জেলার সেরা শিলচর এলএসি

এদিন সকালে খেলার উদ্বোধনী ও ফাইনালে উপস্থিত হন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। তিনি তার বক্তব্যে প্রতিজন প্রতিযোগীকে নিজের সেরাটুকু মেলে ধরে খেলার জন্য খেলোয়াড়দের উদ্বুদ্ধ করেন। তিনি বলেন, এখানে দল নয়, নিজের প্রতিভা ফুটিয়ে তোলার উদ্দেশ্যে খেলতে। যাতে আগামীতে রাজ্য পর্যায়ে খেলার সুযোগ ঘটে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ডিএস ও সত্যনাথ দাস, সংগঠক চন্দন শর্মা, অতিরিক্ত আয়ুক্ত অঞ্জলি কুমারী প্রমুখ। উল্লেখ্য, এদিন ৭টি বিধানসভা থেকে খেল মহারণের একেকটি চুড়ান্ত দল এদিন খেলায় অংশ নেয়। দলগুলি ছিল সোনাই, লক্ষীপুর, ধলাই, বড়খলা, কাটিগড়া, উধারবন্দ ও শিলচর।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News