ধর্মনগরে পালিত হল মহকুমা ভিত্তিক বনমহোৎসব
বরাক তরঙ্গ, ৩ জুলাই : উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে পালিত হল মহকুমা ভিত্তিক বনমহোৎসব। বুধবার বিবেকানন্দ সার্ধ শতবার্ষিকী ভবনে বনমহোৎসবের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি ভবতোষ দাস। তাছাড়া উপস্থিত ছিলেন বাগবাসা বিধানসভা কেন্দ্রের বিধায়ক যাদব লাল দেবনাথ, পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী, জেলা বন আধিকারিক সুমন মল্ল প্রমুখ। এদিন অনুষ্ঠানের শুরুতেই বিবিআই স্কুল প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। বৃক্ষ রোপন শেষে উপস্থিত অতিথিরা তাঁদের বক্তব্যে “গাছ” মানব জীবনে কতটুকু প্রয়োজনীয় তা বিশদে আলোচনা করেন।প্রতিটি গাছ থেকে কি পরিমান অক্সিজেন নিয়ে প্রাণীকুল জীবন ধারন করে থাকে তাও উল্লেখ করেন অতিথিরা।
অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে অতিথিরা বলেন, তারা যেন গাছ ধ্বংসের পরিবর্তে গাছ রোপনের দিকে অধিকাংশ মনোযোগী হয়। সভ্যতার অগ্রগতির পাশাপাশি পরিবেশের কথা চিন্তা না করে মানুষ নির্বিচারে গাছ কেটে ধ্বংস করে চলেছে। কিন্তু তার বিনিময়ে বৃক্ষরোপণ খুবই নগণ্য পরিমাণে হচ্ছে। তাই প্রত্যেকের জন্মদিন বা কোন বিশেষ অনুষ্ঠানে বৃক্ষরোপণের উপর গুরুত্ব আরোপ করা প্রয়োজন। বর্তমানে যে পরিমাণ গাছ কেটে ধ্বংস করা হচ্ছে তার থেকে বেশি পরিমাণ গাছ লাগানোর দিকে প্রত্যেকের মনোযোগী হওয়া উচিত।পরিবেশ রক্ষার্থে গাছের গুরুত্ব অপরিসীম। দিনের পর দিন পৃথিবীর পরিবেশ পরিবর্তিত হয়ে যাচ্ছে তাই আগামী প্রজন্মকে রক্ষা করতে বৃক্ষরোপণ করে পৃথিবীকে শস্য শ্যামলা করে গড়াই হচ্ছে আগামী প্রজন্মের নিরাপত্তার একমাত্র হাতিয়ার।