আরজি কর কাণ্ড : জেলা বার অ্যাসোসিয়েশনের প্রতিবাদী মিছিল

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২২ আগস্ট : আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্তব্যরত মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষণ ও হত্যাকাণ্ডের তীব্র ভাষায় নিন্দা জানিয়ে বৃহস্পতিবার দুপুর ১টা ৩০ মিনিটে শিলচর আদালত প্রাঙ্গণ থেকে এক প্রতিবাদী মিছিল বের করেন জেলা বার অ্যাসোসিয়েশনের মহিলা ও পুরুষ আইনজীবীরা। মিছিলে সামিল হওয়া বরিষ্ঠ আইনজীবী বিথীকা আচার্য আরজি কর মেডিক্যাল কলেজের মহিলা চিকিৎসকের দলবদ্ধভাবে ধর্ষন ও নৃশংসভাবে হত্যার ঘটনাকে এক জঘন্যতম ঘটনা বলে অবিহিত করেন এবং এই ঘটনাটির অভিযুক্তদের সবাইকে কঠোরতম শাস্তির আবেদন করেন।

আইনজীবী সুস্মিতা পুরকায়স্থ বলেন, এমন নৃশংস ঘটনাটি সমগ্ৰ দেশের সচেতন নাগরিকদের প্রতিবাদ জানাতে বাধ্য করে দিয়েছে। মহিলাদের নিরাপত্তা নিয়ে রাজ্য ও কেন্দ্র সরকারকে চিন্তা করতে বাধ্য করেছে। দোষীদের ভারতের সংবিধান অনুযায়ী কঠোর শাস্তি প্রদান করা একান্ত‌ প্রয়োজন বলে মনে করেন তিনি। কেউ যেন আর এরকম জঘন্যতম ঘটনা ঘটাতে না পারে তাই অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এ দিন প্রতিবাদী মিছিল শিলচর আদালত থেকে বের হয়ে শহরের নাহাটা পয়েন্ট হয়ে জানিগঞ্জ ঘুরে পুনরায় শিলচর আদালত প্রাঙ্গণে এসে শেষ হয়। এতে উপস্থিত ছিলেন জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রী রায়, শিবদাস দত্ত, টিংকু রায়, তুহিনা শর্মা সহ আইনজীবীরা।

আরজি কর কাণ্ড : জেলা বার অ্যাসোসিয়েশনের প্রতিবাদী মিছিল
আরজি কর কাণ্ড : জেলা বার অ্যাসোসিয়েশনের প্রতিবাদী মিছিল

Author

Spread the News