ধনেহরিতে বাইক-স্কুটির মুখোমুখি, মেডিক্যালে মৃত্যু আহত ল্যাব ট্যাকনিশিয়ানের
বরাক তরঙ্গ, ৯ অক্টোবর : সোনাই ধনেহরিতে সামনে বাইক-স্কুটির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ঘটল ল্যাবরোটরি ট্যাকনিশিয়ানের। বুধবার বেলা দেড়টা নাগাদ এই দুর্ঘটনাটি সংঘটিত হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন পাঁচজন। মৃত টেকনিশিয়ান নেকিব আহমদ লস্কর (৪১) নতুন রামনগর হাসপাতালের কর্মরত ছিলেন। জানা যায়, নেকিব ও হাসপাতালের চিকিৎসক ওলিউল ইসলামকে সঙ্গে নিয়ে বাইকে বাড়ি ফিরছিলেন। ধনেহরি ওএনজিসির সামনে পৌঁছলে উল্টো দিক থেকে আসা একটি স্কুটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে স্কুটিতে থাকা তিনজন ও তাঁরা দু’জন আহত হন। তাঁদের অবস্থা সঙ্কটজনক ছিল। দুর্ঘটনার পর ওএনজিসির অ্যাম্বুলেন্স সহ তিনটি ১০৮ গাড়ি পৌঁছে। ওএনজিসির অ্যাম্বুলেন্স দিয়ে গুরুতর দু’জনকে মেডিক্যালে পাঠানো হয়।
মেডিক্যালে চিকিৎসারত অবস্থায় রাত সাড়ে ৯ টা নাগাদ মৃত্যু ঘটে নেকিব আহমদের। তিনি সাবাজপুরের বাসিন্দা বলে জানা যায়।
এ দিকে, স্থানীয়রা অভিযোগ করে বলেন, সোনাবাড়িঘাট-সোনাই পূর্ত সড়ক মেরামতের জন্য গর্তগুলো চারপাশ কেটে রাখা হয়। বেশ কয়েকদিন থাকার পর পুজোর জন্য গর্তগুলোতে সেন্টি ফেলে ভরাট করা হয়েছে। গর্ত ভরাটের সেন্টিগুলোতে বড় বড় পাথর থাকায় প্রতিদিন দুর্ঘটনা ঘটছে। আজও একই ভাবে দুর্ঘটনাটি ঘটেছে বলে অভিযোগ তুলেন স্থানীয়রা।