শিলচরেও এআইডিএসও-র ‘স্টুডেন্টস মেনিফেস্টো’ বিতরণ

বরাক তরঙ্গ, ১৫ মার্চ : ছাত্ৰ সংগঠন এআইডিএসও’র সৰ্বভারতীয় কমিটির আহ্বানে সমগ্ৰ দেশের সাথে অসম রাজ্য কমিটির পক্ষ থেকেও আসন্ন লোকসভা নিৰ্বাচনের প্রাক্কালে ছাত্রছাত্রীদের নিজস্ব দাবিপত্র ‘স্টুডেন্টস মেনিফেস্টো’ প্রকাশ করে ভোট সর্বস্ব রাজনৈতিক দলগুলোর মিথ্যা প্রলোভনের ফাঁদে পা না দিয়ে ছাত্রছাত্রীদের দাবি পুরণে যে রাজনৈতিক দল ভবিষ্যতে লড়াই করবে সে দলের প্রার্থীদের জয়ী করতে আহ্বান জানানো হয়। শুক্রবার শিলচরেও সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের মধ্যে স্টুডেন্টস মেনিফেস্টো বিলি করা হয়। সংগঠনের রাজ্য সম্পাদক হেমন্ত পেগু এব্যাপারে বলেন, অষ্টাদশ লোকসভা নিৰ্বাচনে ভোট সৰ্বস্ব রাজনৈতিক দলগুলো নিৰ্বাচনী বৈতরণী হতে জনসাধারন ও ছাত্ৰ ছাত্রীদের বিভিন্ন লোভ প্ৰলোভন দেখাবে। কিন্তু বাস্তবে নিৰ্বাচনের পর তারা সেগুলো যে পুরণ করবে না তা অতীতের অভিজ্ঞতা থেকে সবাই উপলব্ধি করতে পারছেন। দেশের শিক্ষা ক্ষেত্ৰ বিগত সরকারগুলোর শাসনকালে উপেক্ষিত ছিল। অথচ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড এবং শিক্ষা ছাড়া মানব সম্পদ গড়ে তোলা অসম্ভব। কিন্তু দুঃখের বিষয় যে বিভিন্ন রাজনৈতিক দলের নিৰ্বাচনী ইস্তাহারে শিক্ষা সমস্যা নিয়ে কোন আলোচনা থাকে না। দেশের নিৰ্বাচিত সরকারই যেহেতু শিক্ষা ক্ষেত্রের সমস্ত সিদ্ধান্ত গ্রহণ করে তাই নিৰ্বাচনে ছাত্ৰছাত্রীদের উদাসীন থাকা উচিত নয়। ভারতবৰ্ষের  স্বাধীনতা আন্দোলনেও ছাত্রছাত্রীরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল।

তিনি বলেন, শিক্ষার উপর আক্রমণ কোনো নতুন বিষয় নয়। স্বাধীনতার পর থেকেই কৰ্পোরেট গোষ্ঠীর স্বাৰ্থে বিভিন্ন সরকার শিক্ষানীতি প্রনয়ণ করেছে। শিক্ষার ব্যক্তিগতকরণ ও ব্যবসায়িকরণের যে পথ ১৯৮৬ এর নয়া জাতীয় শিক্ষা নীতি উন্মুক্ত করেছিল তা জাতীয় শিক্ষানীতি, ২০২০ আরও শক্তিশালী করেছে। গোটা দেশের দু লক্ষের অধিক সরকারি শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে বন্ধ করে দেওয়া হয়েছে আরো কয়েক লক্ষ বন্ধ করে দেওয়ার প্রক্রিয়া চলছে। বিদেশি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে শিক্ষা ক্ষেত্রে টাকা উপার্জনের জন্য আহ্বান জানানো হয়েছে। গবেষকদের উপযুক্ত আর্থিক সাহায্য প্রদানে টালবাহানা করা হচ্ছে।

পাঠ্যপুস্তকহীন শিক্ষা ব্যবস্থা চালু করা হচ্ছে, ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ মেট্রিক পরীক্ষা তুলে দেওয়া হয়েছে। নিজেদের রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে ইতিহাস পাল্টে দেওয়া হচ্ছে, বিজ্ঞান শিক্ষার মূল উদ্দেশ্য যুক্তিবাদী মনন গড়ে তোলার বিষয়বস্তুকে পাঠ্যসূচী থেকে ছেটে ফেলা হচ্ছে। নবজাগরণ ও স্বাধীনতা আন্দোলনের মনীষীদের জীবনী ছাত্র ছাত্রীদের পড়ানো থেকে বিরত রাখার চেষ্টা চলছে। ছাত্র সমাজ ও শিক্ষা ক্ষেত্রে নেমে আসা এই ভয়াবহ আক্রমণ প্রতিহত করতে ছাত্র ছাত্রীদের মধ্যে যাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ আছে তাদের শিক্ষা জগতের উপর নেমে আসা আক্রমণ বন্ধ করতে সচেষ্ট প্রার্থী ও দলকে ভোট প্রদানের আহ্বান জানানো হয়।

Author

Spread the News