বরাক তরঙ্গ, ১৮ নভেম্বর : জনপ্রিয় সঙ্গীতশিল্পী জুবিন গর্গের ৫৩তম জন্মদিন উপলক্ষে খোঁজ শিলচর এবং রেডিয়েন্ট মডেল এইচএস স্কুলের যৌথ উদ্যোগে ১৮০ জন অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। জনপ্রিয় শিল্পীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে এদিন শিলচর সোনাই রোডস্থিত রেডিয়েন্ট স্কুল চত্বরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জুবিন গার্গের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। এরপর স্কুলের ছাত্র-ছাত্রীরা শিল্পীর জনপ্রিয় গান ‘মায়াবিনী’ পরিবেশন করে এবং ঐতিহ্যবাহী মেখলা-চাদর পরে বিহু নৃত্যের মাধ্যমে সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে।
বক্তব্য রাখতে গিয়ে অতিথিরা বলেন, জুবিন গার্গ শুধু জনপ্রিয় কণ্ঠশিল্পীই নন, একজন সমাজসেবী হিসেবেও মানুষের হৃদয়ে স্থান করে নিয়েছিলেন। তাঁর জন্মদিনে এই ধরনের মানবিক উদ্যোগ সত্যিই প্রশংসনীয় বলে মন্তব্য করেন তারা।

স্কুলের এমডি কমরুল ইসলাম মজুমদার জানান, প্রতিষ্ঠানটি অতীতেও গরিব-অসহায় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও একইভাবে কাজ করবে। জন্মদিন উপলক্ষে কম্বল বিতরণের পাশাপাশি ছাত্র-ছাত্রীদের মধ্যে বসে আঁকো প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
খোঁজ শিলচরের সাধারণ সম্পাদক সজল লস্কর জানান, রেডিয়েন্ট মডেল স্কুলের সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়েছে। এদিন প্রায় ১৮০ জন গরিব-অসহায় মানুষের হাতে কম্বল তুলে দেওয়া হয়েছে। ভবিষ্যতে জুবিন গার্গের স্মৃতির উদ্দেশ্যে আরও প্রায় ১০টি স্থানে কম্বল বিতরণ করা হবে বলেও তিনি জানান।
অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সাময়িক প্রসঙ্গ পত্রিকার মুখ্য সম্পাদক তৈমুর রাজা চৌধুরী, বক্তার উদ্দিন লস্কর, ফখরুল আলম মজুমদার, খোঁজ শিলচরের সাধারণ সম্পাদক সজল লস্কর, অরিজিৎ গুপ্তা, যাদব পাল, তাহেরা লস্কর, বাহারুজ উজ্জামান, কামাল লস্কর, সংকর দাস প্রমুখ।



