বরাক তরঙ্গ, ৯ ডিসেম্বর : সোনাবাড়িঘাট বাসাতরিয়া হাফিজিয়া মাদ্রাসার পড়ুয়াদের মধ্যে হাতে কম্বল তুলে দিলেন বিশিষ্ট সমাজকর্মী মজনুল হক মজুমদার। মঙ্গলবার মাদ্রাসায় এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে কম্বল গুলো বণ্টন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালন সমিতির সভাপতি নুরুল হক লস্কর, সম্পাদক মওলানা সইফুল হক মজুমদার সহ অন্যান্যরা। উল্লেখ্য, মজনুল হক মজুমদার ব্যক্তি উদ্যোগে কম্বলগুলো বণ্টন করেন।
সোনাবাড়িঘাট মাদ্রাসায় কম্বল বণ্টন


