বরাক তরঙ্গ, ৭ ডিসেম্বর : শুকতারা ফাউন্ডেশন দরিদ্র ও অসহায় মানুষের মধ্যে কম্বল বিতরণ করে শীতকালীন মানবিক উদ্যোগের সূচনা করেছে। রবিবার তারাপুর কালীমোহন রোডের সংস্থার কার্যালয়ে আয়োজিত প্রথম পর্বে প্রায় ৩০ জন উপকারভোগীর হাতে কম্বল তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সভাপতি নন্দলাল দত্ত, সচিব নিলয় পাল, সহ-সাংগঠনিক সম্পাদক দেবাশিস কর, কোষাধ্যক্ষ সঞ্জয় দে সহ অন্যান্য সদস্যরা।
ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, শীতের সময় আর্থিকভাবে দুর্বল পরিবারের পাশে থাকার উদ্দেশ্যে ভবিষ্যতেও আরও সহায়তা কার্যক্রম চালানো হবে। তারা সমাজের সকলের সহযোগিতা কামনা করেছে, যাতে এই মানবিক সেবা আরও বিস্তৃত করা যায়।


