তিনটি স্থানে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ হৃদয়ের

বরাক তরঙ্গ, ২৪ ডিসেম্বর : পৃথক পৃথক ভাবে তিনটি স্থানে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করল হৃদয় সামাজিক ও সংস্কৃতিক সংস্থা। বুধবার শিলকুড়ি রামকৃষ্ণ আশ্রম, পুটিছড়া ও দুর্গানগর তারাপুরে কম্বল বিতরণ করা হয়। শিলকুড়ি আশ্রমের সভাপতি অনিল দাস, সম্পাদক রসরাজ দাস, সহ-সম্পাদক প্রদীপ দাস,সজল ভট্টাচার্য, ঐত্রী দেশমুখ্য, সুপ্রা চক্রবর্তীর সহযোগিতায় আশ্রম প্রাঙ্গণেই কম্বল বিতরণ করা হয়। এরপর বড়খলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ৯৫৩নং পুটিছড়া এলপি স্কুলে দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ অনুষ্ঠানে সহযোগিতা করেন হিমাংশু দাস ও মুন্নি দে।

শেষে রাধারমণ গোস্বামীজির মন্দির, দুর্গানগর তারাপুরের  দুঃস্থদের মধ্যে কম্বল বিতরণ করে হৃদয়। এতে আশ্রম কর্তৃপক্ষ বিশেষ করে নীরেন পাল বিতরণ অনুষ্ঠানে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। সব কয়টি অনুষ্ঠানে সাহায্যের হাত বাড়িয়ে দেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া রিজিওনাল ম্যানেজার নীলোৎপল ধর চৌধুরী। বিগত দিনেও তিনি অতপ্রতভাবে সমাজসেবায় অগ্রণী ভূমিকা নিয়েছিলেন। আগামী ৩১শে ডিসেম্বর তাঁর কর্মজীবনের শেষ দিন। স্টেট ব্যাঙ্ক থেকেও কর্মজীবনে অনেক লোকের সাহায্যে তিনি এগিয়ে এসেছেন। আজও কর্মজীবনের শেষ প্রান্তে তিনি কম্বল বিতরণ করে দৃষ্টান্ত স্থাপন করেছেন। এদিন হৃদয়ের পক্ষে ছিলেন কোষাধ্যক্ষ রাতুল চক্রবর্তী ও সদস্য প্রদীপ পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *