দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২০ জানুয়ারি : মেহেরপুরের বিপ্লবী উল্লাসকর দত্ত বিদ্যাভবনের নবম শ্রেণি পড়ুয়াদের মধ্যে সাইকেল বিতরণ করা হল। মঙ্গলবার এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক চম্পা আচার্য, পরিচালন সমিতির সভাপতি মৃণাল চক্রবর্তী, বিশিষ্ট সমাজসেবী উদয়শঙ্কর গোস্বামী, অসম যুব যাদব মহাসভার সভাপতি ভোলানাথ যাদব, দীপায়ন পাল সহ অন্যান্যরা। বক্তারা সাইকেল বিতরণ প্রকল্পের জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান। এদিন ২৫ জন ছাত্রছাত্রীর মধ্যে সাইকেল বিতরণ করা হয়।
উদয়শংকর গোস্বামী তার বক্তব্য সাইকেল বিতরণের এই প্রয়াসের প্রশংসা করে বলেন, ছাত্রছাত্রীদের সহায়তা করছে। ভোলানাথ যাদব তার বক্তব্যে বলেন, ছাত্রছাত্রীরা এতে উৎসাহিত হবে। পড়ুয়াদের উজ্জল ভবিষ্যত কামনা করেন ব্যক্তারা।



