বরাক তরঙ্গ, ৩ ডিসেম্বর : রাজ্যে ব্যাহত জরুরি ১০৮ মৃত্যুঞ্জয় অ্যাম্বুলেন্স পরিষেবা। চাকরি নিয়মিতকরণসহ বিভিন্ন প্রাপ্য দাবিতে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট ও কর্মবিরতির ডাক দিয়েছে সারা অসম ১০৮ মৃত্যুঞ্জয় কর্মচারী সংঘ। দাবিগুলি আদায়ের প্রতিশ্রুতি না পাওয়া পর্যন্ত ১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবার গাড়ি না চালানোর সিদ্ধান্ত নিয়েছেন চালকরা এবং তারা ধারাবাহিকভাবে প্রতিবাদ চালিয়ে যাচ্ছেন।
অন্যদিকে, চালকদের পাশাপাশি ইমার্জেন্সি রেসপন্স সার্ভিস ও ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান মিলিয়ে প্রায় তিন হাজার কর্মচারীও কর্মবিরতিতে সামিল হয়েছেন। এর ফলে গত তিন দিন ধরে রাজ্যজুড়ে মারাত্মকভাবে ব্যাহত হয়ে পড়েছে ১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবা।
তবে ১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবা পরিচালনাকারী সংস্থা ইএমআরআই গ্রিন হেল্থ সার্ভিসেস পরিষেবাটি পুরোপুরি বন্ধ হতে দেয়নি। এদিকে, ১০৮ মৃত্যুঞ্জয় পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীদের কর্মবিরতির ফলে যাতে অসমের স্বাস্থ্য পরিষেবায় কোনও ধরনের নেতিবাচক প্রভাব না পড়ে, সেই বিষয়টি নিয়ে আলোচনা করতে বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশোক সিংহল দিসপুরে তাঁর কার্যালয়ের সভাকক্ষ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার কমিশনারদের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠকে মিলিত হন।


