সম্মিলিত লোকমঞ্চের কার্যকরী কমিটির সভায় আগন্তুক কর্মসূচী নিয়ে আলোচনা

বরাক তরঙ্গ, ৩ সেপ্টেম্বর : শিলচরের অগ্রগণ্য সাংস্কৃতিক সংগঠন সম্মিলিত লোকমঞ্চের কার্যকরী কমিটির সভা রবিবার সংস্থার পিডাব্লুডি রোডে থাকা অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি অনুপ কুমার রায়ের পৌরহিত্যে আয়োজিত এদিনের সভায় আগন্তুক কর্মসূচী নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় এবং এগুলি বাস্তবায়নে রণকৌশল স্থির করা হয়। 

এদিন যেসব বিষয়ে আলোচনা হয়েছে তারমধ্যে রয়েছে- সংস্থার রেজিস্ট্রেশন নবীকরণ প্রক্রিয়ার কাজ অনতিবিলম্বে শুরু করা, সংস্থার সদস্যদের বাৎসরিক সদস্য ফিস পাঁচ শত টাকা এবং বিশেষ সদস্যদের ক্ষেত্রে নূন্যতম একশত টাকা ধ্যার্য করা, সকল সদস্যদের ফটো ও পরিচয় পত্র সংগ্রহ করা ইত্যাদি। সংস্থার রেজিস্ট্রেশন নবীকরণের জন্য সদস্য দীপক নাথ ও কোষাধ্যক্ষ শ্যামলকান্তি নাথকে দায়িত্ব অর্পণ করা হয়। তাছাড়াও আগামী সেপ্টেম্বর মাসের ১৭ তারিখ “মাসিক লোককণ্ঠ” অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে সিদ্ধান্ত গ্ৰহণ করা হয়। উক্ত কার্যক্রমকে সুন্দর ও সফল করে তোলার জন্য সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাসের বাসভবন রিয়ার্সেলের জন্য বেছে নেওয়া হয়। রিয়ার্সেলের জন্য হার্মোনিয়াম প্রদান করবেন সভাপতি অনুপ কুমার রায় ও বাংলা ঢোল প্রদান করবেন সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, তারা উভয়েই এবিষয়ে সম্মতি জানান। 

উল্লেখ্য এদিনের সভায় সর্বসম্মতিক্রমে সংস্থার বরিষ্ঠ সদস্য যথাক্রমে শ্যামলি কর ভাওয়াল, সুদর্শন ধর ও সুপ্রতীম দত্তরায়কে নতুন করে সম্মিলিত লোকমঞ্চের কার্যকরী কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়। এদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্থার সভাপতি ডঃ অনুপ কুমার রায়, কার্যকরী সভাপতি রসরাজ দাস, সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস প্রমুখ। উপস্থিত ছিলেন উপ-সভাপতি পিনাকপাণি নাথ, সহ সাধারণ সম্পাদিকা ঝিমলি নাথ, প্রচার সম্পাদক কমলেশ দাশ, যুগ্ম সম্পাদিকা অঙ্কিতা ভট্টাচার্য্য, সহকারী সাংস্কৃতিক সম্পাদিকা মনিমিতা গোস্বামী, সন্তোষ চন্দ, দুলন পালিত, কৃষ্ণ দাস, মিলন নাথ প্রমুখ। এক প্রেস বিজ্ঞপ্তিতে সংস্থার প্রচার সম্পাদক কমলেশ দাশ এ খবর জানিয়েছেন।

Author

Spread the News