বরাক তরঙ্গ, ২৮ ডিসেম্বর : ঘরে-বাইরে অস্তিত্ব সঙ্কটে বাঙালির। দ্বিতীয় শ্রেণির নাগরিকের মতো ভয়ঙ্কর পরিস্থিতিতে চরম আতংকের মধ্যে বাংলাদেশের হিন্দুরা জীবন অতিবাহিত করছেন। ধর্মান্ধতার জিগির দিয়ে সেখানে হিন্দুদের নৃশংসভাবে হত্যা করা হচ্ছে। এই সংকট সন্ধিক্ষণে কার্বি আংলং জেলায় দুই বাঙালি হিন্দু দীপক দে এবং গৌতম দে-কে পুড়িয়ে হত্যা করা হয়েছে। বাঙালি জাতিসত্তা ঐক্যবদ্ধ না হলে এই বিপর্যয় প্রতিহত করা সম্ভব নয়।আজ
শিলচর প্রেস ক্লাবে ‘ইন্ডিয়ান ফোরাম ফর বাংলাদেশ পিস’ – এর উদ্যোগে আয়োজিত আলোচনাসভায় এই অভিমত উঠে এসেছে।আলোচনার বিষয় ছিল, “বিভাজিত বাঙালি :অস্তিত্বের সংকট ঘরে-বাইরে।” এ বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন বিশিষ্ট কবি-সাংবাদিক অতীন দাশ, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক শংকর দে, প্রেস ক্লাব সহ-সভাপতি রিতেন ভট্টাচার্য, অধ্যাপক নবেন্দু বণিক, কবি-সমাজকর্মী শতদল আচার্য, বাঙালি নবনির্মাণ সেনার কেন্দ্রীয় সভাপতি প্রীতম দেব, সমাজকর্মী সুরজিৎ সোম, বাহার আহমেদ চৌধুরী, কিরণ রাস, রাজদীপ ভট্টাচার্য প্রমুখ। সভাপতিত্ব করেন বিশিষ্ট ব্যক্তিত্ব সঞ্জিত দেবনাথ। সঙ্গীত পরিবেশন করেন শিল্পী রাজদীপ চৌধুরী।


