ভূমি সমস্যা ও ভূমি অধিকার শীর্ষক আলোচনা সভা
রাজ্যব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলনের প্রতি সমর্থন____
বরাক তরঙ্গ, ১৪ জুলাই : গুয়াহাটির রাধাগোবিন্দ বরুয়া ভবনে ভূমি সমস্যা ও জমির অধিকার নিয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গুয়াহাটি হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী শান্তনু বরঠাকুরের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন ছাত্র আন্দোলনের কর্মী সুব্রত তালুকদার। সভার শুরুতে বিশিষ্ট লেখক কিশোর কুমার কলিতা সভার উদ্দেশ্য বিস্তারিতভাবে ব্যাখ্যা করেন। কাজিরাঙ্গা, মিকির বামুনি, শিলসাকো, রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদ এলাকা, চানডুবি, বিটিএডি, আমসাং পানিখাইতি, টোংলা, ধলপুর, সোনাপুর, শিলচর, ডলু, করিমগঞ্জ ইত্যাদি অঞ্চল থেকে আগত ভূমি অধিকার আন্দোলনের কর্মীরা সরকারের উচ্ছেদ নীতি এবং আদিবাসী বেল্ট ও ব্লক এলাকার আদিবাসীদের জমির অনিরাপদ অবস্থা, স্বায়ত্তশাসিত পরিষদের এলাকায় ভূমি সংক্রান্ত বিষয়ে সরকারের গৃহীত বিভাজনমূলক নীতি, ভূমিহীন পরিবারগুলিকে পাট্টা না দিয়ে ভূমির অধিকার থেকে বঞ্চিত করার বিরুদ্ধে প্রতিবাদ জানান। সভায় বলা হয়, জমির প্রিমিয়াম ব্যাপক হারে বৃদ্ধি পাওয়ায় সাধারণ দরিদ্র পরিবার চিরতরে পাট্টা থেকে বঞ্চিত হবে।
অন্যদিকে বহিরাগত রাজ্যের বিশাল বানিয়া গোষ্ঠী আসামের হাজার হাজার বিঘা জমি কেড়ে নেওয়ায় আদিবাসীদের জমি অনিরাপদ হয়ে ওঠার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে সভা। রমেন সিং রাভা, গোবিন্দ রাভা, গায়ত্রী বড়ি, প্রণব দলে, শিশির দে, শ্যামল দাস, দীপক শর্মা, কৃষ্ণা গগৈ, পঙ্কজ কুমার দাস, মনোজ সিং রাজা, জয়ন্ত গগৈ, মিলন মারাক, সাদ্দাম হুসেন, জমশের আলি, দেবজিৎ চৌধুরী, দেবব্রত শইকিয়া, মৃণালি গোয়ালা, গজেন রাভা, বিজয় রাহাং, অসিত বরণ চক্রবর্তী, টাইসন হুসেন, দেবাশিস ভট্টাচার্য, অনিল বড়ো, আমিন নাজমুল হক, শুভ্রজ্যোতি বর্ধন, অরূপজ্যোতি মহন্তের মতো ভূমি আন্দোলনের বিপুল সংখ্যক কর্মী অংশ নেন।
সভায় তেরোটি গৃহীত প্রস্তাব হয়। প্রস্তাবগুলো হল নজিরবিহীন ও ব্যাপক হারে জমির সরকারি মূল্য বৃদ্ধির প্রতিবাদ জানানো হয় এবং সাধারণ দরিদ্র পরিবারগুলোর জন্য পাট্টা সহজলভ্য করার জন্য প্রিমিয়াম কমানোর দাবি জানানো হয়। শিলসাকো সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাস্তুচ্যুতদের পুনর্বাসন ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি জানানো হয়। সভায় অভিমত ব্যক্ত করা হয় যে, সরকার কর্তৃক বিদ্যমান আইন ও প্রকল্প বাস্তবায়ন না করার ফলে আসামের বেশিরভাগ ভূমিহীন মানুষ বিভিন্ন স্থানের জমিতে বসবাস করছে এবং যথাযথ আইন ও বিধিবিধান অনুসারে জমির পাট্টা না দেওয়া পর্যন্ত তাদেরকে উচ্ছেদ করা অবিলম্বে বন্ধ করতে হবে, ১৯৬৫ সাল থেকে আসামে ক্যাডেস্ট্রাল ভূমি জরিপ না হওয়ায় ভূমি সমস্যা জটিল আকার ধারণ করেছে। সভায় যত তাড়াতাড়ি সম্ভব রাজ্যের জমির ব্যাপক সমীক্ষার দাবি জানানো হয়েছে, সভা রাজ্যের সাধারণ মানুষ এবং ভূমিহীন মানুষকে জমির অধিকার দিয়ে ভূমি সমস্যা সমাধানের লক্ষ্যে একটি প্রগতিশীল ভূমি আইন প্রণয়নের পক্ষে সওয়াল করেছে, বরাক উপত্যকার ডলু চা- বাগানে সমস্ত নিয়ম লঙ্ঘন করে সরকার কর্তৃক উচ্ছেদের বিষয়ে সভা উদ্বেগ প্রকাশ করেছে এবং চা-শ্রমিক, চা-জনজাতিদের জমির পাট্টা প্রদানের বিষয়টি দ্রুত বাস্তবায়িত করার দাবি জানিয়েছে, আজকের বৈঠকে বিটিআর অঞ্চলের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মধ্যে চলমান ভূমি বিরোধ ও সম্প্রীতির সমস্যা সমাধানের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এবং ২০০৩ সালের বিটিসি চুক্তি অনুযায়ী বিটিআর অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর ভূমি অধিকার নিশ্চিত করার দাবি জানায় এই সভা, আজকের সভায় রাভা হাসং স্বায়ত্তশাসিত পরিষদের আওতাধীন জনজাতি বেল্ট ও ব্লক এলাকায় স্থানীয় বসবাসকারীদের পর্যায়ক্রমে পাট্টা না দিয়ে বহিরাগত বণিক সম্প্রদায়কে ভূমি আগ্রাসনের খোলা ছুট দেওয়া নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয় এবং চানডুবি বারদোয়া চা-বাগানের রায়তি ও বনাঞ্চলে বসবাসকারীদের জমির পাট্টা দেওয়ার দাবি জানানো হয়, আমসাং সহ রাজ্যের বিভিন্ন জঙ্গলে বসবাসকারী মানুষদের জমির অধিকার দেওয়া হোক। বন অধিকার আইন সংশোধন করা হলেও ক্ষতিপূরণ সহ অন্য জায়গায় বসতি স্থাপনের দাবি জানানো হয়েছে সভায়, সভা নগাঁওয়ের মিকির-বামুনি গ্রামে রায়তিদের উচ্ছেদ এবং আজুরি বিদ্যুৎ কর্পোরেশনকে জমি বরাদ্দের তীব্র বিরোধিতা করে এবং কয়েক দশক ধরে বসবাসকারী রায়তিদের হাতে জমির অধিকার দেওয়ার দাবি জানায়, সভায় বিভিন্ন স্থানের ভূমি অধিকারের আন্দোলনসমূহের মধ্যে সমন্বয় তৈরির জন্য কোর্ডিনেশন কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়, সভা সোনাপুর এলাকায় আদিবাসীদের জমি ক্ষমতাশীল ব্যবসায়ী গোষ্ঠীর দ্বারা অবৈধভাবে দখল করে হোটেল, রিসোর্ট, সিমেন্ট কারখানা ইত্যাদি নির্মাণের বিরোধিতা করে ও এই ভূমি আগ্রাসন প্রতিরোধ করে স্থানীয় আদিবাসীদের জমি রক্ষার দাবি জানায়, বৈঠকে রাজ্যে চলমান জমি সমস্যা নিয়ে একটি প্রতিবেদন তৈরির সিদ্ধান্ত নেওয়া হয়েছে, সভা মিশন বসুন্ধরার মাধ্যমে জমি পাট্টা দেওয়ার নামে সরকার কর্তৃক প্রদর্শিত অবহেলা ও প্রতারণার বিরুদ্ধে প্রতিবাদ জানায় এবং ন্যূনতম প্রিমিয়ামে পাট্টা দেওয়ার দাবি জানায়।