এক গুচ্ছ প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন দীপায়নের

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ১ জানুয়ারি : নতুন বছরের পয়লা দিন শিলচরবাসীকে বেশ কয়েকটি প্রকল্প উপহার হিসেবে শিলান্যাস করলেন বিধায়ক দীপায়ন চক্রবর্তী। বৃহস্পতিবার শিলচর পূর্ত বিভাগের অধীনে ন্যাশনাল হাইওয়ের পেট্রোল পাম্প সংলগ্ন মৌরা সিংহ পথের এইচপি কালভার্ট এবং ড্রেনের নির্মাণ কাজের শিলান্যাস করেন  বিধায়ক দীপায়ন চক্রবর্তী। এদিন পিডব্লিউআরডি শিলচর উধারবন্দ আঞ্চলিক সড়ক বিভাগের অধীনে মুখ্যমন্ত্রী নগরিয়া পথ নির্মাণ প্রকল্পের (এমএমএনপিএনএ) মাধ্যমে এইচপি কালভার্ট এবং ড্রেনের নির্মাণ কাজের শিলান্যাস করেন তিনি। ২০২৩ – ২৪ অর্থ বছরের অধীনে ১৪.৭৫ লক্ষ টাকা ব্যয়ে এই নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

অনুষ্ঠানে বক্তব্যে বিধায়ক দীপায়ন চক্রবর্তী বলেন, উন্নয়নমূলক কাজের সঙ্গে ধর্ম রক্ষার্থে কাজ করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, শিলচর তারাপুর এলাকার শিববাড়ি রোডের সিঙ্কিং জোন কংগ্রেস শাসনকালে কামধেনু গাই ছিল। এই  গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণে কংগ্রেস সরকার ভাওতাবাজি করেছে। লক্ষ লক্ষ টাকা ব্যয় করা হলেও সমস্যা সেই তিমিরে রয়েছে। কিন্তু মুখ্যমন্ত্রী ডঃ হিমন্ত বিশ্ব শর্মা নেতৃত্বাধীন সরকারের আমলে গুরুত্বপূর্ণ শিববাড়ি রোডের সিঙ্কিং জোন এলাকায় এলিভেটেড করিডরের সার্ভে করা হয়েছে। রাইটস নামের সংস্থা সার্ভে সম্পন্ন করেছে। ওই এলাকায় এক কিলোমিটার দৈর্ঘ এলিভেটেড করিডর তথা উড়াল পুল নির্মাণ করা হবে। এলিভেটেড করিডরে ২৮০টা পাইল ১২-১৫ মিটার পাস থাকবে।

তিনি এও জানান, শিলচর ন্যাশনাল হাইওয়ের পাশে থাকা দু’টি ড্রেন নির্মাণ করা হবে। এরফলে জল নিষ্কাশন ব্যবস্থা সচল হবে। এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ দাস, কার্যবাহী বাস্তুকার অনিরুদ্ধ নাগ, রণ রায়, জ্যোতির্ময় দাস, পিকলু দাস, মনীন্দ্র দাস, সালেহ মজুমদার প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *