দেওয়াল লিখন কর্মসূচির সূচনা দীপায়ন চক্রবর্তীর
বরাক তরঙ্গ, ২৫ জানুয়ারি : দলীয় সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সিদ্ধান্ত মতে দেশজুড়ে চলছে দেওয়াল লিখন। এর সঙ্গে সঙ্গতি রেখে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী এই কর্মসূচির সূচনা করেন। বুধবার মধ্য শিলচর মণ্ডলের সুভাষ নগরের একটি দেওয়ালে পদ্ম ফুল অঙ্কন সহ ‘আপকি বার ৪০০ পার’ লিখে আগামী লোকসভা নির্বাচনের নির্বাচনীয় ডঙ্কা বাজিয়ে দেন বিধায়ক। তিনি বলেন, আগামী লোকসভা নির্বাচনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জয় মানেই সারা দেশের বিজেপি দলের নেতা-কর্মীদের জয়। প্রত্যেক দিন দলের নেতা-কর্মীরা যেভাবে নিরলসভাবে জাতির স্বার্থে কাজ করে যাচ্ছেন,এর ফলস্বরূপ নিঃসন্দেহে বিজেপির সরকার হবে।
এ দিন অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রাক্তন পুরকমিশনার চামেলী পাল, রাজেশ দাস, মিত্রা রায়, রীনা পাল সহ হীরক চৌধুরী, মৃদুল মজুমদার, কাছাড় জেলা বিজেপি দলের বরিষ্ঠ নেতা রমাপদ ভট্টাচার্য সহ অন্যান্যরা।
প্রতিবেদক : দীপ দেব, শিলচর।