শিলচরে দুটি সড়কের আনুষ্ঠানিক উদ্বোধন দীপায়ন চক্রবর্তীর

বরাক তরঙ্গ, ২৬ মার্চ : গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের বরাকৃত অর্থ ব্যয়ে নির্মিত দুটি সড়কের উদ্বোধন করলেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। রবিবার ফলক উন্মোচনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সড়ক দুটির উদ্বোধন করেন জেলাশাসকে নিয়ে বিধায়ক।

উল্লেখ্য, রাজ্যের প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে গ্রামীণ সড়কের উন্নয়নের জন্য অসমের মুখ্যমন্ত্রী ড০ হিমন্ত বিশ্ব শর্মা গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিল থেকে প্রত্যেক বিধায়ককে ১০কোটি টাকা করে অর্থ অনুমোদন দিয়েছে। এর পরিপ্রেক্ষিত বিধায়ক দীপায়ন চক্রবর্তী নিজ কেন্দ্রের পাঁচটি রাস্তার কাজ তুলে ধরেন। যার মধ্যে দুটি সড়কের কাজ ইতিমধ্যে সম্পন্ন হওয়ায় বিধায়ক রবিবার তারাপুর শিববাড়ি রোড স্থিত দাহপাড়া থেকে মজুমদার বাজার ও রামনগর থেকে মারুচিং ক্ষুভাম পর্যন্ত দুটি সড়কের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দীপায়ন চক্রবর্তী কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন উন্নয়ন মূলক পরিকল্পনার কথা জনসমক্ষে তুলে ধরার পাশাপাশি বিগত সরকারের আমলে সড়ক সহ বিভিন্ন সরকারি পরিকল্পনায় হওয়া কেলেঙ্কারির বিষয়ে জনগণকে স্মরণ করান। বিধায়ক জানান, ২০২৩/২৪ বাজেট অধিবেশনে সরকার শিলচর শিববাড়ি রোড একটি উড়ালপুল নির্মাণের কথা ঘোষণা করেছেন এবং খুব শীঘ্রই উড়োপুল নির্মাণের কাজ শুরু করা হবে। এছাড়াও শিববাড়ি নদী বাঁধ সংস্কারের স্থায়ী সমাধান নিয়ে সরকারের বিশেষ নজর রয়েছে। বিগত দিনে বেশ কয়েকবার টেন্ডার করা হলেও এতে কোন ঠিকাদার সাড়া দেননি। কিন্তু বিধায়কের আবেদনে কিছু ঠিকাদার সাড়া দিয়ে পুনরায় টেন্ডার জমা দিয়েছেন। সরকার কিছুদিনের মধ্যেই ওয়ার্ক ওর্ডার জারি করে কাজ শুরু করবে বলেও জানিয়েছেন বিধায়ক।

শিলচর-কালাই সড়কে নিত্যদিন মেঘালয় থেকে শুরু করে বড়খলা ও কাটিগড়ার অসংখ্য লোক যাতায়াত করায় এলাকায় জানজট সমস্যার সৃষ্টি হয়ে থাকে, কিন্তু ২কোটি ২৩লক্ষ টাকা ব্যয়ে রবিবার দাসপাড়া থেকে মজুমদার বাজার পর্যন্ত বিকল্প সড়কের উদ্বোধন হওয়ায় এলাকায় যানজট সমস্যা কিছুটা হলেও সমাধান হবে বলে আশা প্রকাশ করেছেন বিধায়ক। এদিন কাছাড়ের জেলা শাসক রোহন কুমার ঝাঁ ও পূর্ত বিভাগের আধিকারিক সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
প্রতিবেদক : বিশ্বজিৎ আচার্য, শিলচর।

Author

Spread the News