কংগ্রেস-বিজেপির শাসনে নিঃস্ব ও রিক্ত হচ্ছে জনগণ : চন্দ্রলেখা দাস
বরাক তরঙ্গ, ৫ নভেম্বর : নির্বাচনের সময় জনগণকে সেবার প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস ও বিজেপি বারবার ক্ষমতায় এসেছে অথচ তাদের শাসনে, শোষনে জনগণ নিঃস্ব, রিক্ত হচ্ছে। মঙ্গলবার ধোয়ারবন্দে নির্বাচনী সভায় একথা বললেন এসইউসিআই (কমিউনিস্ট) দলের কেন্দ্রীয় কমিটির সদস্য ও রাজ্য সম্পাদক চন্দ্রলেখা দাস। দলের মনোনীত প্রার্থী গৌরচন্দ্র দাসের সমর্থনে ধোয়ারবন্দ বাজারে এ দিন সন্ধ্যায় নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়। এসইউসিআই (কমিউনিস্ট) দলের ধোয়ারবন্দ আঞ্চলিক কমিটির সম্পাদক মাধব ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী সভায় রাজ্য সম্পাদক বলেন, নির্বাচনের সময় জনগণকে সেবার প্রতিশ্রুতি দিয়ে কংগ্রেস ও বিজেপি বারবার ক্ষমতায় এসেছে অথচ তাদের শাসনে, শোষনে জনগণ নিঃস্ব, রিক্ত হচ্ছে। এবারও কংগ্রেস ও বিজেপি দলের নেতারা প্রতিশ্রুতির বন্যা বসাচ্ছে অথচ ধলাই বিধানসভা কেন্দ্রের জনগণ জানেন তাঁরা যেমন অতীতে শোষিত হয়েছেন, এবারও এর ব্যতিক্রম হবে না। তিনি বলেন, পুঁজিপতিদের বিশ্বস্ত দল কংগ্রেস ও বিজেপির মধ্যে যে লড়াই পরিলক্ষিত হচ্ছে তা হল তাদের সেবাদাস হওয়ার প্রতিযোগিতা।
তিনি বলেন, এসইউসিআই (কমিউনিস্ট) দল গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে জনগণের দাবি আদায়ে সচেষ্ট থাকে। নির্বাচনের মাধ্যমে জনজীবনের সমস্যার পরিবর্তন আসবে, একমাত্র গণ আন্দোলন সমস্যা সমাধানের একমাত্র পথ। তাই গণ আন্দোলনের পরীক্ষিত দল এসইউসিআই (কমিউনিস্ট) দলের প্রার্থী নির্বাচিত হলে জনজীবনের সমস্যা বিধানসভার ভেতর তুলে ধরে তা আদায়ে সচেষ্ট হবেন। তিনি সবাইকে আগামী ১৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে দলের প্রার্থী গৌরচন্দ্র দাসকে বিপুল ভোটে নির্বাচিত করার আহ্বান জানান। সভার প্রারম্ভিক বক্তব্য রাখেন পরিতোষ ভট্টাচার্য।
এছাড়াও বক্তব্য রাখেন দলের রাজ্য কমিটির অন্যতম সদস্য যথাক্রমে অরুণাংশু ভট্টাচার্য ও ময়ূখ ভট্টাচার্য এবং দলের মনোনীত প্রার্থী গৌরচন্দ্র দাস।