বিপিএল টি২০ থেকে বিদায় নিল ডিমা হাসাও এবং হাইলাকান্দি

বরাক তরঙ্গ, ৭ ফেব্রুয়ারি : শিলচর ভেটারন ক্রিকেটার্স ক্লাবের ষষ্ঠ বরাক প্রিমিয়ার লিগ (বিপিএল) টি২০ ক্রিকেটের দ্বিতীয় দিনে বিদায় নিল ব্লু হিলস ডিমা হাসাও এবং হাইলাকান্দি ইলেভেন চ্যালেঞ্জার্স। শিলচরের সতীন্দ্রমোহন দেব স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে ডিমা হাসাও দলকে পরাজিত করে দুধপাতিল ড্র্যাগন্স। প্রায় পাঁচ ওভার হাতে রেখে ৭ উইকেটের জয় তুলে নেয় তারা। তিন উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন দুধপাতিলের দিবাকর জোহরি। তাঁর হাতে পুরস্কার তুলে দেন শিম্পি পাল চৌধুরী। ব্লু হিলস করে ১০৪/৮, দুধপাতিল ১০৫/৩।

দিনের দ্বিতীয় ম্যাচে ফ্রেন্ডস ফর এভার হাইলাকান্দি ১০ রানে হারায় ইলেভেন চ্যালেঞ্জার্স হাইলাকান্দি দলকে। ফ্রেন্ডস করেছিল ১২৮/৮, ইলেভেন চ্যালেঞ্জার্স ১১৮/৭ স্কোরে আটকে যায় নির্ধারিত ২০ ওভারে। ৪৫ রান করে ম্যাচ সেরা হয়েছেন বিজয়ী দলের রজত পাল চৌধুরী।

সোমবার টুর্নামেন্ট শুরু হলেও মঙ্গলবার সকালে উদ্বোধনী অনুষ্ঠান হয়। এতে ওএনজিসি-র চিফ জেনারেল ম্যানেজার এসসি কোলি, সিএন‌এইচআর সোমনাথ চৌধুরী, শিলচর ডিএসএ-র সহসভাপতি ডাঃ সিদ্ধার্থ ভট্টাচার্য, স্পনসর ডাঃ প্রিয়াঙ্কা দেব প্রমুখ উপস্থিত ছিলেন। আকাশে বেলুন ছেড়ে উদ্বোধন ঘোষণা করা হয়।
প্রতিবেদক : ইকবাল লস্কর, শিলচর।

Author

Spread the News