অরুণোদয় প্রকল্পে ব্যাপক দুর্নীতি দিদারখুশে, জিপি সভাপতি কিছুই জানেন না

বরাক তরঙ্গ, ২ মে : প্রকৃত সুবিধাপ্রাপ্তকে বঞ্চিত করে অর্থের বিনিময়ে বৃত্তবানদের প্রকল্পের সুবিধা প্রদানের অভিযোগ দিদারখুশ জিপিতে। অরুণোদয় প্রকল্পের সুবিধাপ্রাপ্তদের বাছাইয়ে দুর্নীতি, স্বজনপোষণ সহ নানা অভিযোগ সামনে এসেছে। ধলাই বিধানসভা কেন্দ্রের দিদারখুশ জিপিতে অরুণোদয় প্রকল্পে ব্যাপক দুর্নীতি অভিযোগ উঠেছে। এখানে প্রকৃত সুবিধাপ্রাপ্তদের বঞ্চিত করে অর্থের বিনিময়ে অপেক্ষাকৃত বৃত্তবানদের প্রকল্পের সুবিধা প্রদান করা হয়েছে বলে অভিযোগ করেন জিপির জনসাধারণ।

মঙ্গলবার দিদারখুশ জিপির দিদারখুশ তৃতীয় খণ্ড গ্রামে এক প্রতিবাদী সভা করে অর্থের বিনিময়ে তৈরি করা অরুণোদয় প্রকল্পের তালিকা বাতিল করে নতুন করে আবার তালিকা তৈরির জন্য মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য ও জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন বঞ্চিত জনসাধারণ। এদিনের প্রতিবাদী সভায় বক্তব্য রাখেন রাসমনী রবিদাস, রাইমুন নেসা, শরিফ উদ্দিন, রুবজান বেগম, রীতা রবিদাস, সুফলা বেগম বড়ভূইয়া, কলাবতি রবিদাস, রুকিয়া বেগম প্রমুখ।

অরুণোদয় প্রকল্পে ব্যাপক দুর্নীতি দিদারখুশে, জিপি সভাপতি কিছুই জানেন না

এদিকে পিজিতে অরুণোদয় প্রকল্প  নিয়ে দুর্নীতি অভিযোগে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে জিপি সভাপতির প্রতিনিধি নাসির উদ্দিন আহমেদ বলেন অরুণোদয় এর কোন আবেদনপত্র তিনি পাননি। সেসব বিজেপি শক্তি প্রমুখ বিতরণ করেছেন। বিষয়ে তিনি কিছুই জানেন না।
প্রতিবেদক : দেবু দাশ, ধলাই।

Author

Spread the News