জয় দিয়ে অভিযান শুরু অসমের একমাত্র প্রতিনিধি ডিব্রুগড় ইউনিভার্সিটি

ইকবাল লস্কর, গুয়াহাটি।
বরাক তরঙ্গ, ২৪ ফেব্রুয়ারি : জয় দিয়ে খেলো ইন্ডিয়া ইউনিভার্সিটি গেমসে অভিযান শুরু করল অসমের একমাত্র প্রতিনিধি ডিব্রুগড় বিশ্ববিদ্যালয়ের ৬ সদস্যের দল। শনিবার নিজেদের প্রথম খেলায় কলকাতা বিশ্ববিদ্যালয়কে ৩-১ ম্যাচের ব্যবধানে পরাজিত করে। আর এই জয়ের সুবাদে তারা কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিল। ডিব্রুগড়ের ৬ সদস্যদের দলে রয়েছেন তন্ময় বিকাশ বরুয়া, হিমানীশ শেখর দাস, আয়ুষ্মান শৈইকিয়া,চিন্ময় বরা, নব্যরঞ্জন দাস ও শশাঙ্ক গগৈ।

প্রতিযোগিতার পদক তালিকায় এ পর্যন্ত শীর্ষে রয়েছে চণ্ডীগড়। তারা ১২টি সোনা, ১১টি রুপো এবং ১৪টি ব্রোঞ্জ মিলিয়ে মোট ৩৭টি পদক পেয়েছে। কর্নাটকের জৈন ইউনিভার্সিটি আটটি সোনা এবং ছয়টি করে রুপো ও ব্রোঞ্জের পদক পেয়েছে। সব মিলিয়ে তাদের পদক সংখ্যা ২০। পুনের সাবিত্রীবাই ফুলে বিশ্ববিদ্যালয় জিতেছে ২৬টি পদক। ছয়টি সোনা, আটটি রুপো এবং ১২টি ব্রোঞ্জ। লাভলি প্রফেশনাল ইউনিভার্সিটি এবং গুরুনানক দেব ইউনিভার্সিটিও ছয়টি করে স্বর্ণপদক জয়লাভ করেছে।

জয় দিয়ে অভিযান শুরু অসমের একমাত্র প্রতিনিধি ডিব্রুগড় ইউনিভার্সিটি

এদিকে, শনিবার টুর্নামেন্টের অন্যান্য বিভাগের মধ্যে পুরুষ মহিলাদের ব্যাডমিন্টনের প্রথম রাউন্ড অনুষ্ঠিত হয়। আহিল্য বিশ্ববিদ্যালয়কে ৩-০ ব্যবধানে পরাজিত করে জৈন ইউনিভার্সিটি। শ্রী জগদীশ প্রসাদ জে টি ইউনিভার্সিটি একই ব্যবধানে হারিয়ে দেয় পঞ্জাব বিশ্ববিদ্যালয়কে। এস আর এম ইউনিভার্সিটি হারায় ড. বিশ্বনাথ করদ এমআইটি ইউনিভার্সিটিকে। মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়কে পরাজিত করে কেএলইএফ ইউনিভার্সিটি। তারা জেতে ৩-১ ব্যবধানে। এছাড়া জিতেছে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় ও দিল্লি বিশ্ববিদ্যালয়। তারা যথাক্রমে হারিয়েছে চিতকারা বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ববিদ্যালয়কে।

Author

Spread the News