দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ১৭ ডিসেম্বর : শিলচরের হলিক্রস হায়ার সেকেন্ডারি স্কুলের ঐতিহাসিক মাইলফলক গড়ে তুলেছে ডায়মন্ড জুবিলি উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। প্রচণ্ড উৎসাহ ও গাম্ভীর্যে শুরু হওয়া এই অনুষ্ঠান ষাট বছরের শিক্ষা ও সমাজসেবার এক বছরব্যাপী উদযাপনের সুর সেট করেছে। মঙ্গলবার আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মস্ট রেভ. বিশপ স্টিফেন রোটলুয়াঙ্গা, সিএসসি, আইজল ডায়োসিসের বিশপ এবং স্কুল ম্যানেজিং কমিটির চেয়ারম্যান।
প্রধান অতিথি ছিলেন কাছাড়ের জেলা কমিশনার মৃদুল যাদব, যিনি ছাত্রদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক ভাষণ দিয়ে স্কুলের নেতৃত্ব ও আয়োজনের প্রশংসা করেন। অন্যান্য সম্মানিত অতিথির মধ্যে রয়েছেন মস্ট রেভ. বিশপ জোয়াকিম ওয়াল্ডার (অক্সিলিয়ারি বিশপ ও এসএমসি ভাইস চেয়ারম্যান), রেভ. ক্লারা মেন্ডোনকা (বেথানি সিস্টার্সের প্রভিন্সিয়াল সুপিরিয়র), ১৪৭ নম্বর সিআরপিএফের কমান্ডেন্ট ব্রুনো অ্যালবার্ট, লুসিয়াস লোবো, আইরিন ক্রাস্তা এবং অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট নীলোৎপল সেন।
অধ্যক্ষা টেরেসা মার্টিস বিএস-এর প্রাণবন্ত স্বাগতম অভিভাষণের সঙ্গে শুরু হয় অনুষ্ঠান। এরপর প্রধান অতিথিরা পতাকা উত্তোলন করেন, যা স্কুল জয়গান ও জাতীয় সঙ্গীতের সঙ্গে সংযুক্ত হয়। জেলা কমিশনার মৃদুল যাদব বলেন, “ছাত্ররা উৎকৃষ্টতার জন্য প্রচেষ্টা চালিয়ে যাক; স্কুলের দূরদর্শিতা প্রশংসনীয়।” ক্রীড়া উৎসবের উদ্বোধনে ছাত্ররা মার্চ পাস্ট ও ফিজিক্যাল ট্রেনিং প্রদর্শনী উপস্থাপন করে।

আনুষ্ঠানিকতার প্রতীক হিসেবে ‘৬০’ সংখ্যার মন্টেজ উন্মোচন, ছয়টি চারা রোপণ (বৃদ্ধির প্রতীক) এবং ছয়টি কবুতর ছাড়া (শান্তির প্রতীক) অনুষ্ঠিত হয়। ছাত্রদের রঙিন সাংস্কৃতিক প্রদর্শনীতে স্কুলের ছয় দশকের যাত্রার চিত্রময় টেবিলো আকর্ষণ সৃষ্টি করে। বিশপ জোয়াকিম ওয়াল্ডার স্কুলের সামগ্রিক শিক্ষা ও সমাজ অবদানের প্রশংসা করেন। অ্যালামনাই ও অভিভাবকদের মধ্যে টাগ-অফ-ওয়ার ম্যাচ আনন্দ যোগ করে। অনুষ্ঠান শেষ হয় ক্রিসমাস দৃশ্য, নৃত্য, সান্তাক্লজের আগমন এবং বিশপ রোটলুয়াঙ্গার ক্রিসমাস বার্তায়। তিনি সকলের প্রতি কৃতজ্ঞতা জানান।এই উদ্বোধনী দিন স্কুলের সমৃদ্ধ ঐতিহ্য, প্রাণবন্ত বর্তমান ও প্রতিশ্রুতিময় ভবিষ্যতের সাক্ষ্য বহন করে।


