বরাক তরঙ্গ, ১৩ ডিসেম্বর : স্ত্রীকে হত্যার দায়ে যুবককে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনালো কাছাড়ের এডিশনাল সেশন জজ (এফটিসি) বঙ্কিম শর্মার আদালত। সাজাপ্রাপ্ত যুবক অপন দাস (৩১), ধোয়ারবন্দ এলাকার নিউ বাগবাহারের বাসিন্দা।
অপন তার স্ত্রী কল্পনা দাসকে হত্যা করে ২০২০ সালের ১৭ জুন। নিউবাগবাহারের বাসিন্দা অপন ওই এলাকারই অন্য একজনের বাড়ি দেখাশোনার সূত্রে পরিবার নিয়ে ওই বাড়িতে থাকতো। ঘটনার দিন সকালে কোনও কারণবশত পত্নীর সঙ্গে তার বিবাদ বাধে। এতে রেগে গিয়ে সে কাঠের টুকরা নিয়ে স্ত্রীর মাথায় সজোরে আঘাত করে বসে। এতে ঘটনাস্থলেই মৃত্যু ঘটে স্ত্রী কল্পনার।
এই ঘটনার পর হইচই শুরু হলে এগিয়ে যান আশপাশের লোকেরা। খবর পেয়ে সেখানে হাজির হন একই এলাকায় থাকা অপনের কাকা সুমন্ত দাসও। এরপর অপনকে পাকড়াও করে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ সেখানে পৌঁছে অপনকে ধরে নিয়ে যায়। সুমন্ত দাস পুলিশকে
জানান, স্ত্রীকে হত্যার পর অপন আত্মহত্যার চেষ্টা চালিয়েছিল, তবে অন্যান্যরা তাকে ধরে ফেলায় তা সম্ভব হয়নি। এই ঘটনা নিয়ে পুলিশি তদন্ত প্রক্রিয়ার পর মামলা গড়ায় আদালতে। বিচার প্রক্রিয়া শেষে শুক্রবার আদালত রায় ঘোষণা করে। এতে অপনকে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়ে সঙ্গে জরিমানা করা হয়েছে ২০ হাজার টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও ৬ মাসের কারাদণ্ড।


