মুখ্যমন্ত্রীর সফরকালে ধরনা মেডিক্যালের কেজুয়েল কর্মীদের

মুখ্যমন্ত্রীর সফরকালে ধরনা মেডিক্যালের কেজুয়েল কর্মীদের

দীপ দেব, শিলচর।
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : স্থায়ী চাকরির দাবিতে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালের প্রায় তিন শতাধিক অস্থায়ী কর্মী মুখ্যমন্ত্রীর সামনে ধরনা প্রদর্শন করেন। শনিবার মুখ্যমন্ত্রীর মেডিক্যাল সফরকালে কলেজের অধ্যক্ষ কার্যালয়ের গেটের বাইরে ধরনায় বসেন তাঁরা। তাদের দাবি, দীর্ঘ বছর ধরে তারা শিলচর মেডিক্যাল কলেজে কেজুয়েল কর্মী হিসেবে বিভিন্ন বিভাগে দায়িত্ব পালন করে আসছেন চাকরও স্থায়ী হবে এই আশায়। কেউ পাচ্ছেন চার হাজার আবার কেউ পাচ্ছেন ছয় হাজার টাকা মাইনে। তাও আবার কাজে না আসলে কাটা যাচ্ছে মাইনে।

মুখ্যমন্ত্রীর সফরকালে ধরনা মেডিক্যালের কেজুয়েল কর্মীদের

স্থায়ী চাকরি তো দুরের কথা, বারবার আবেদন নিবেদন করার পরও তাদের বেতন পর্যন্ত বৃদ্ধি করা হচ্ছে না। ফলে তাদের পক্ষে সংসার প্রতিপালন কষ্টের হয়ে দাঁড়িয়েছে। বেতন বৃদ্ধি এবং চাকরি স্থায়ীকরণের জন্য বারবার আবেদন ও আন্দোলন করে কাজ না হওয়ায় আজ তাঁরা মুখ্যমন্ত্রীর সফরকালে ধরনায় বসেন। পরে তাদের এক প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের সমস্যার কথা তুলে ধরলে, মুখ্যমন্ত্রী বিষয়টি দেখবেন বলে তাদের আশ্বাস দেন।

Author

Spread the News