আইনি ব্যবস্থা স্বচ্ছ থাকলে দেশ ও জাতি স্বচ্ছ থাকবে : মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
বরাক তরঙ্গ, ২৪ আগস্ট : আইনি ব্যবস্থা যদি স্বচ্ছ থাকে, তাহলে দেশ ও জাতি স্বচ্ছ থাকবে। শনিবার কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সার্ধশতবর্ষ উদযাপন উপলক্ষে শিলচর আদালত প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি এ দিনের অনুষ্ঠানেমুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। মুখ্যমন্ত্রী ভারতের সংবিধান রচনার ইতিহাস তুলে ধরে বলেন, বিগত দিনের তুলনায় আজ আইনি ব্যবস্থা অনেকটাই স্বচ্ছ। আইনি ব্যবস্থা যদি স্বচ্ছ থাকে, তাহলে দেশ ও জাতি স্বচ্ছ থাকবে। ভারতের গণতন্ত্রের মধ্যে অন্যতম স্তম্ভ হচ্ছে ন্যায়পালিকা। এর মাধ্যমে ভারতের নাগরিকদের অধিকার ও সুরক্ষা সুনিশ্চিত করেছে। তিনি আরও বলেন, সম্প্রতি তিনটি ন্যায় সংহিতা আইন পাস হওয়ার পর রাজ্যে তিনি চালু করেছেন।
এ দিনের মঞ্চে ছিলেন গৌহাটি হাইকোর্টের চিফ জাস্টিস কল্যাণ রাই সুরানা। বক্তব্যে গুয়াহাটি হাটি হাইকোর্টের চিফ জাস্টিস কল্যাণ রাই সুরানা বলেন, দেশের আইনি ব্যবস্থা সুরক্ষা রাখার জন্য আদালত তৈরী করা হয়েছে এবং আইনি ব্যবস্থাটিকে সঠিকভাবে পরিচালনা করার দায়িত্ব আইনজীবীদের।
উপস্থিত ছিলেন বরিষ্ঠ আইনজীবী হাফিজ রশিদ আহমদ চৌধুরী, সাংসদ পরিমল শুক্লবৈদ্য, তিন জন বিধায়ক দীপায়ন চক্রবর্তী, মিহির কান্তি সোম, কৌশিক রায়, কাছাড়ের জেলাশাসক রোহন কুমার ঝা, কাছাড় জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি দুলাল মিত্র, সম্পাদক নীলাদ্রী রায়, রবিষ্ঠ আইনজীবী বিথীকা আচার্য, নীহারেন্দ্র ঠাকুর সহ অন্যান্যরা।
জেলা বার অ্যাসোসিয়েশনের সভাপতি সভাপতি আইনজীবী দুলাল মিত্র জেলা বার অ্যাসোসিয়েশনের পূর্বের ইতিহাস তুলে ধরেন। অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে।