ধনেহরি ঈদগাহে তুলে গাজায় শান্তি প্রতিষ্ঠা ও দেশে সুষ্ঠু নির্বাচনের প্রার্থনা

ধনেহরি ঈদগাহে তুলে গাজায় শান্তি প্রতিষ্ঠা ও দেশে সুষ্ঠু নির্বাচনের প্রার্থনা

আশু চৌধুরী, শিলচর।
বরাক তরঙ্গ, ১১ এপ্রিল : ধনহরি ঈদগাহে প্রায় পাঁচ হাজার ধর্মপ্রাণ মুসলিম পুরুষদের নিয়ে ফিলিস্তিন নাগরিকের রক্ষা ও শান্তি প্রতিষ্ঠার জন্য প্রার্থনা করা করলেন ইমাম মাওলানা মুফতি মোহামুদুল্লাহ বড়ভূইয়া। পাশাপাশি ভারতে শান্তি-সম্প্রীতি যথারীতি বহাল থাকে এবং আসন্ন লোকসভা নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয় তারও প্রার্থনা করা হয়। বৃহস্পতিবার সারা দেশের সঙ্গে বরাক উপত্যকায় ঈদ-উল ফিতর বিভিন্ন কর্মসূচির মাধ্যমে পালন করা হয়। ইসলামিক নিয়ম অনুসারে ঈদ উপলক্ষে ধর্মপ্রাণ পুরুষ ও মহিলারা দুই রাকাত নামাজ পাঠ করেন।

এদিন সোনাইয়ের সর্ববৃহৎ জামাত ধনেহরি ঈদগাহে চিরাচরিত নিয়মে অনুষ্ঠিত হয়। সকাল সাড়ে আটটায় নামাজ পাঠ করেন মওলানা মুফতি মোহামুদুল্লাহ বড়ভূইয়া। নামাজকে কেন্দ্র করে ঘন্টাখানেক আগ থেকেই ঈদগাহ ময়দানে পুরুষরা জমায়েত শুরু করেন। নামাজের আগে ইমাম ঈদ-উল ফিতর, রমজান এবং ইসলামের বিভিন্ন দিক নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।

ধনেহরি ঈদগাহে তুলে গাজায় শান্তি প্রতিষ্ঠা ও দেশে সুষ্ঠু নির্বাচনের প্রার্থনা

নামাজ শেষে ইমাম মুফতি মোহামুদুল্লাহ খোদার কাছে প্রার্থনা করতে গিয়ে দেশ এবং বিদেশের বর্তমান পরিস্থিতি উল্লেখ করে শান্তি প্রতিষ্ঠার কথা তুলে ধরেন। বিশেষ করে গাজায় ইজরায়েলের হাত থেকে ফিলিস্তিনিদের রক্ষা করতে প্রার্থনা করেন। যুদ্ধে ফিলিস্তিনি যাঁরা মৃত্যু হয়েছে তাঁদের ‘শাহাদাত’ যেন হয় তারও প্রার্থনা করা হয়। শীঘ্রই যুদ্ধ বন্ধ করে সেই দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করেন মুফতি।

ধনেহরি ঈদগাহে তুলে গাজায় শান্তি প্রতিষ্ঠা ও দেশে সুষ্ঠু নির্বাচনের প্রার্থনা

এছাড়াও তিনি আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ভারতে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং দেশের প্রত্যেক নাগরিক যেন শান্তিতে বসবাস করতে পারেন তারও প্রার্থনা করেন। বরাক উপত্যকার তিন জেলার সর্ব ধর্মের লোকের উন্নতি ও শান্তি কামনা করেন তিনি। এছাড়াও মৃত ব্যক্তিদের জন্য প্রার্থনার পাশাপাশি জীবিতরা যাতে ইসলামের সব নিয়মনীতি মেনে চলতে পারেন সেই ক্ষমতা প্রদান করতেও প্রার্থনা করা হয়। কোন ব্যক্তি তার সন্তানদের জন্য অপমানিত না হন সেজন্য তাদের সন্তানদের ভাল এবং আমল থাকা ব্যক্তি হিসেবে গড়ে তোলার প্রার্থনা করেন তিনি। প্রার্থনা শেষে একজনে আরেকজনকে কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা জানান।

ধনেহরি ঈদগাহে তুলে গাজায় শান্তি প্রতিষ্ঠা ও দেশে সুষ্ঠু নির্বাচনের প্রার্থনা

এদিকে নামাজের শুরুতে ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক নুরুল আমিন বড়লস্কর গত বছরের হিসাব তুলে ধরে সবার সহযোগিতা করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Author

Spread the News