ধলাই প্রেস ক্লাব পুনর্গঠন, সভাপতি আমির হোসেন ও সম্পাদক বিবেকানন্দ

বরাক তরঙ্গ, ২৯ ডিসেম্বর : ধলাই বিধানসভা ভিত্তিক প্রেস ক্লাব পুনর্গঠন করা হয়। রবিবার ধলাইয়ের সংবাদকর্মীদের উপস্থিতিতে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ধলাই মাতৃভূমি সামাজিক সংস্থার কার্যালয়ে বিশিষ্ট সাংবাদিক রাজীব হোসেন মজুমদারের পৌরহিত্যে সাধারণ সভায় বিভিন্ন এলাকার সাংবাদিকরা নিজেদের কর্ম ক্ষেত্রের বিভিন্ন সুবিধা অসুবিধার কথা তুলে ধরেন। সোসাইটি রেজিস্ট্রেশন মাধ্যমে সংগঠনের রেজিস্ট্রেশন করা, সংবিধান তৈরি করা, একতাবদ্ধ হয়ে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার পক্ষে মত ব্যক্ত করেন সাবির আহমেদ মজুমদার। বিভিন্ন প্রতিকূলতা কাটিয়ে বাস্তব ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনের ধারা বজায় রাখতে আহ্বান জানান রাজীব হোসেন মজুমদার। এছাড়াও বক্তব্য রাখেন প্রীতম নাথ, বিবেকানন্দ দাস ও আমির হোসেন লস্কর প্রমুখ।

এদিনের সভায় আমির হোসেন লস্করকে সভাপতি ও বিবেকানন্দ দাসকে সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট ধলাই প্রেস ক্লাব গঠন করা হয়। এছাড়া প্রবীণ সাংবাদিক তৈয়বুর রহমান লস্কর, সঞ্জন দত্ত ও হরিহর ভট্টাচার্যকে ধলাই প্রেস ক্লাবের উপদেষ্টা মনোনীত করা হয়। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিজয় দাস, দিলওয়ার হোসেন বড়ভূইয়া, সাইদুর রহমান মজুমদার, বিক্রম রায় প্রমুখ।

ধলাই প্রেস ক্লাব পুনর্গঠন, সভাপতি আমির হোসেন ও সম্পাদক বিবেকানন্দ

Author

Spread the News