ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে শিলচরে ডিজিপির বৈঠক

ভোট নির্বিঘ্নে সম্পন্ন করতে শিলচরে ডিজিপির বৈঠক

বিশ্বজিৎ আচার্য, শিলচর।
বরাক তরঙ্গ, ৯ এপ্রিল : ২৬ এপ্রিল ভোট নির্বিঘ্নে সম্পন্ন করার জন্য গুরুত্ব দিলেন অসম পুলিশের ডিজিপি জিপি সিং। মঙ্গলবার শিলচরে পৌঁছে বরাক উপত্যকার তিন জেলা পুলিশ প্রশাসনের শীর্ষ  আধিকারিকের সঙ্গে বৈঠক করেন তিনি। বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডিজিপি জিপি সিং বলেন, আসন্ন লোকসভা নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার জন্য বিভাগীয় পর্যায়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোট যাতে নির্বিঘ্নে অনুষ্ঠিত হয় সেব্যাপারে যাবতীয় কার্যকলাপ নিয়ে আলোচনা করা হয় বলে জানান তিনি।

নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখেন রাজ্য পুলিশের ডিরেক্টর জেনারেল জি পি সিং। খবর অনুযায়ী বৈঠকে তিনি নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় কড়া হাতে ব্যবস্থা গ্রহণের জন্য অধস্তন আধিকারিকদের নির্দেশ দেন। বৈঠকে উপস্থিত ছিলেন পুলিশের দক্ষিণ অসম ডিআইজি কঙ্কনজ্যোতি শইকিয়া, কাছাড়ের পুলিশ সুপার নূমল মাহাতো, অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন, করিমগঞ্জের পুলিশ সুপার পার্থপ্রতিম দাস ও হাইলাকান্দির পুলিশ সুপার লীনা দোলে সহ তিন জেলার বিভিন্ন থানার ওসিরা।

Author

Spread the News