২ ডিসেম্বর : আয়ুষ মন্ত্রকের সচিব বৈদ্য রাজেশ কোটেচা-র সঙ্গে বৈঠক করলেন শিলচর নিরাময় স্কুল অব যোগ এডুকেশন-এর শেখর চক্রবর্তী। সোমবার দিল্লির আয়ুষ ভবনে সচিবের সঙ্গে সাক্ষাৎ করেন নিরাময়ের এগজিকিউটিভ কাউন্সিলের চেয়ারম্যান তথা লামডিং প্রণবানন্দ বিদ্যামন্দিরের অধ্যক্ষ শেখরবাবু।
উত্তর-পূর্ব ভারতের একমাত্র আয়ুষ যোগ বোর্ড স্বীকৃত যোগ প্রতিষ্ঠান নিরাময়ের কর্মকাণ্ডের বিস্তারিত তুলে ধরেন তাঁর কাছে। সঠিক যোগ শিক্ষার প্রচার-প্রসারে ভারত সেবাশ্রম সংঘের সঙ্গে মিলেও নিয়ত কাজ চলছে নিরাময়ের, এমনটাও অবগত করান শেখর চক্রবর্তী। আয়ুষ সচিব বৈদ্য কোটেচা’র কথায়, শুরু থেকেই নিরাময়ের কাজ তাঁর নজরে রয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকরাও নিরাময়ের ইতিবাচক দিক সামনে রাখেন। আগস্ট মাসে নিরাময়ের ক্ষুদ্র পুস্তিকা দেখেন তিনি। তাতে যে কাজের ঝলক রয়েছে তা সঠিক অর্থেই সন্তোষজনক। যোগ ও হোলিস্টিক এডুকেশন সংক্রান্ত উন্নয়নে নিরাময়ের নিত্য-নতুন পরিকল্পনার ব্যাপারও ওইদিনের আলোচনায় উঠে আসে। এ সব ব্যাপারে নিরাময়’কে সহযোগিতার জন্য পাশে থাকবেন, এমনটাও প্রতিশ্রুতি দেন বৈদ্য রাজেশ কোটেচা। ভারত সেবাশ্রম সংঘের ব্রহ্মচারী শিশির মহারাজও উপস্থিত ছিলেন বৈঠকে।


