সোনাবাড়িঘাটে বিকশিত ভারত সংকল্প যাত্রা সভা অনুষ্ঠিত

বরাক তরঙ্গ, ১২ ডিসেম্বর : বিকশিত ভারত সংকল্প যাত্রা নিয়ে এক সভা অনুষ্ঠিত হয় সোনাবাড়িঘাট জিপিতে। মঙ্গলবার জিপি কার্যালয়ে কৃষি বিভাগ, ডিআইডিসি, অসম গ্রামীণ বিকাশ ব্যাঙ্ক, পশু চিকিৎসা কেন্দ্র, আশা, অঙ্গনওয়াড়ি, স্বাস্থ্য বিভাগসহ বিভিন্ন বিভাগের আধিকারিকদের নিয়ে অনুষ্ঠিত হয় সভা।

জিপি সভাপতি সাবিনা হাবিব বড়ভূইয়ার পৌরোহিত্য সভায় কৃষি বিজ্ঞান কেন্দ্রের বিজ্ঞানী মনোরঞ্জন রায়, কৃষি নিয়ে বক্তব্য রাখেন। তিনি সয়েল হেল্থ, ন্যাশনাল ফার্মিং নিয়ে আলোচনা করেন। গ্রামীণ ব্যাঙ্কের সোনাবাড়িঘাট শাখা ম্যানেজার সুজিত দেবনাথ ব্যাঙ্কের বিভিন্ন সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন। সিবিল নিয়েও আলোচনা করেন। কেন্দ্র সরকারের প্রকল্পের কথা তুলে সুবিধা গ্রহণের আহ্বান জানান।

সোনাবাড়িঘাটে বিকশিত ভারত সংকল্প যাত্রা সভা অনুষ্ঠিত
সভায় বক্তব্য রাখছেন ব্যাঙ্কের শাখা ম্যানেজার সুজিত দেবনাথ।

কৃষি বিভাগের এএআই আজির উদ্দিন বড়ভূইয়া পিএম কিশান নিয়ে আলোচনা করেন। সরকারের কাছে ধান বিক্রি করার আহ্বান জানান তিনি। এ ছাড়াও তিনি পিএমএসকেওয়াই প্রকল্পের কথা তুলে ধরেন।

সোনাবাড়িঘাটে বিকশিত ভারত সংকল্প যাত্রা সভা অনুষ্ঠিত
উপস্থিতির একাংশ।

ক্যমুনিটি হেল্থ অফিসার রুমানা ইয়াসমিন বলেন, ডায়াবেটিস ও বিপি পরীক্ষা ও চিকিৎসারসুযোগ রয়েছে। তাছাড়া যক্ষা রোগ নিয়েও আলোচনা করেন। লক্ষণ ও চিকিৎসার কথা তুলে ধরেন। সময়মত শিশুদের টিকা দেওয়া হওয়ার আহ্বান জানান। এ ছাড়া বাল্যবিবাহের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

সোনাবাড়িঘাটে বিকশিত ভারত সংকল্প যাত্রা সভা অনুষ্ঠিত
স্বাস্থ্য পরীক্ষা শিবির।

ডিইডিই ডিআইসিসি আব্দুল আজিজ চৌধুরী, পিএম বিশ্বকর্মা প্রকল্প, এএআই প্রকল্প কথা তুলে ধরেন। সভায় আইসিডিএস সোনাবাড়িঘাট এলাকার সেক্টর সুপারভাইজার সাবানা বেগম বলেন, পিএমবিওয়াই সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন সোনাবাড়িঘাট পশু হাসপাতালের ভিএফএ নাসিম ইকবাল বড়ভূইয়া, জিএস কুন্দন সিংহ, জিপি সহসভাপতি প্রতিনিধি হামিদুল হক চৌধুরী, জিপি সচিব হুসেন আহমেদ লস্কর প্রমুখ।

সোনাবাড়িঘাটে বিকশিত ভারত সংকল্প যাত্রা সভা অনুষ্ঠিত
ধামাইল নৃত্য পরিবেশন।

সভায় জিপি সভাপতির প্রতিনিধি সামসুল ইসলাম বড়ভূইয়া নানা সমস্যার কথা তুলে ধরেন। ধনেহরি তৃতীয় খণ্ডে সোনাবাড়িঘাট ব্যাঙ্কের সার্ভিস অ্যারিয়া না হওয়ায় নানা অসুবিধা সম্মুখীন হচ্ছেন বলে জানান। সভা শেষে এক বিপি, ডায়েবিটিস পরীক্ষা শিবির ও ধামাইল নৃত্য পরিবেশন করা হয়। শপথ গ্রহণের মধ্য দিয়ে বিকশিত ভারত সংকল্প যাত্রার সমাপ্ত হয়।
প্রতিবেদক : আশু চৌধুরী, শিলচর।

Author

Spread the News