উধারবন্দে বিধ্বংসী আগুন, বসতবাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান পুড়ে ছাই

বরাক তরঙ্গ, ২৩ নভেম্বর : ভয়াবহ অগ্নিকাণ্ডে উধারবন্দের ছপ্পনহাল চা-বাগান এলাকায় একটও বসতবাড়ি ও মুদি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। রবিবার সাতসকালে সংঘটিত এই ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে।
জানা যায়, সকাল আনুমানিক পাঁচটার দিকে নজরুল খানের দোকান ও বসতবাড়িতে হঠাৎ আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা সমগ্র বাড়ি ও দোকানে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্য এবং স্থানীয় জনসাধারণ আগুন দেখে আর্তনাদ শুরু করেন এবং নেভানোর চেষ্টা করেন। খবর দেওয়া হয় দমকল বাহিনী ও পুলিশকে। স্থানীয়দের অভিযোগ, দমকল বাহিনী সময়মতো ঘটনাস্থলে না পৌঁছানোর কারণে ক্ষয়ক্ষতি বেশি হয়েছে।

অগ্নিকাণ্ডের ফলে নজরুল খানের দোকানের সমস্ত আসবাবপত্র, পণ্য সামগ্রী এবং বসতবাড়ির স্বর্ণালঙ্কার, মূল্যবান নথিপত্র সহ যাবতীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিটের জেরেই এই ভয়াবহ অগ্নিকাণ্ডের সূত্রপাত। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা প্রশাসনের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সাহায্যের আবেদন জানিয়েছেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *