ইউনানিতে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগে স্থানীয়দের বঞ্চিত, বিক্ষোভ

বরাক তরঙ্গ, ২ নভেম্বর : বহিরাগত নিযুক্তির ঘটনাকে কেন্দ্র করে চরম উত্তপ্ত মেহেরপুরের আঞ্চলিক ইউনানি অনুসন্ধান কেন্দ্র। চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগে স্থানীয়দের বঞ্চিত করে বহিরাগতদের নিযুক্তি দেওয়া হয়েছে এমন অভিযোগে প্রতিবাদকারীরা রাস্তায় নেমে আসেন। বৃহস্পতিবার স্থানীয়দের নিয়োগের দাবিতে কাঁপিয়ে তুলেন হাসপাতাল চত্বর। তারা বলেন, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই ইউনানি কেন্দ্রের স্থাপনা করে বলেছিলেন এখানে শুধু স্থানীয়দের অগ্রাধিকার দেওয়া হবে। কিন্তু বর্তমানে তার উল্টোটা দেখা যাচ্ছে। স্থানীয়দের দাবি তারা অনেক সহযোগিতাও করেছেন এমনকি অনেকে জমিও দান করেছেন। তারপরও তাদের বঞ্চিত করা হচ্ছে।

উত্তম যাদব, সরজু গোয়ালারা বলেন, প্রাক্তন বিধায়কের ঘনিষ্ঠ চক্রবর্তী পদবীর এক ব্যক্তি অর্থের বিনিময়ে অন্য স্থানের লোকদের নিয়ুক্তি দিয়েছেন। তারা বলেন, স্থানীয়দের নিযুক্তি না দিলে আন্দোলন অব্যাহত থাকবে। উল্লেখ্য, ১৬ জনের নিযুক্তি হয়েছে।
প্রতিবেদক : হিবজুর রহমান, শিলচর।

Author

Spread the News